মঙ্গলবার কলকাতায় মমতা-কেজরিওয়াল বৈঠক
২৩ মে ২০২৩সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দিল্লিতে বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার দুপুরে তিনি বৈঠক করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মঙ্গলবার দুপুরে কলকাতায় পৌঁছাবেন তিনি। বেলা আড়াইটে নাগাদ নবান্নে মমতা-কেজরিওয়াল বৈঠক হওয়ার কথা।
কলকাতা থেকে মহারাষ্ট্রে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখানে শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে এবং এনসিপি নেতা শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করবেন তিনি। কেজরিওয়াল জানিয়েছেন, অবিজেপি রাজ্যগুলিতে ঘুরে ঘুরে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তবে কংগ্রেসের নেতাদের সঙ্গে বসবেন কি না, তা এখনো স্পষ্ট করেননি কেজরিওয়াল।
সম্প্রতি একটি অধ্যাদেশ অর্ডিন্যান্স বা বিল জারি করেছে কেন্দ্রীয় সরকার। ওই বিলের জেরে দিল্লির লেফটন্যান্ট জেনারেলের ক্ষমতা বাড়ানো হয়েছে। যদিও এর আগে দিল্লির আমলাদের বিষয়ে সুপ্রিম কোর্ট একটি স্পষ্ট রায় দিয়েছিল। যাতে বলা হয়েছিল, আমলাদের নিয়ন্ত্রণ করবে দিল্লির সরকার, কেন্দ্রীয় সরকার নয়। কেজরিওয়ালের অভিযোগ, সম্প্রতি যে বিলটি আনা হয়েছে, তা ওই রায়ের পরিপন্থী। এর ফলে লেফটন্যান্ট গভর্নরের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দিল্লির প্রশাসনে হস্তক্ষেপ করতে পারবে। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক আলোড়ন তোলার জন্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের শরণাপন্ন হচ্ছেন কেজরিওয়াল।
বৃহত্তর রাজনৈতিক প্রশ্ন
রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, সাম্প্রতিক সমস্যাকে সামনে রেখে কেজরিওয়াল একটি বৃহত্তর বিজেপিবিরোধী জোট তৈরির রাস্তা তৈরি করছেন। এবং সে কারণেই নিজে সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। কেজরিওয়ালের পরিকল্পনায় কংগ্রেস আছে কি না, তা স্পষ্ট নয়। অকংগ্রেস, অবিজেপি বিরোধী জোট তৈরির কথা এর আগেও তিনি বলেছেন।
এর আগে একাধিকবার বিজেপিবিরোধী জোট তৈরির চেষ্টা হয়েছে। মমতা একাধিকবার তার চেষ্টা করেছেন। গত রাষ্ট্রপতি নির্বাচনের সময় মমতা এমনই পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু কেজরিওয়াল তাতে সাড়া দেননি। সম্প্রতি মমতা কংগ্রেসকে সমর্থনের কথা বলেছেন। তার ঠিক পরেই কেজরিওয়ালের এই সফর রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এসজি/জিএইচ