1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহামারি লড়াইয়ে পরিবেশ সুরক্ষার আহ্বান

১ ডিসেম্বর ২০২০

পরিবেশ ধ্বংসের কারণে এইডস, করোনা, ইবোলার মতো রোগের প্রাণী থেকে মানুষের শরীরে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়৷

https://p.dw.com/p/3m4It
গ্যার্ড ম্যুলার
জার্মানির উন্নয়ন সাহায্য বিষয়ক মন্ত্রী গ্যার্ড ম্যুলারছবি: Bernd von Jutrczenka/dpa/picture-alliance

বিশ্ব এইডস দিবসে এসব ভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে পরিবেশ সুরক্ষার প্রতি আহ্বান জানান জার্মানির উন্নয়ন সাহায্য বিষয়ক মন্ত্রী গ্যার্ড ম্যুলার৷

পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে জার্মান মন্ত্রী সংবাদ সংস্থাকে বলেন, বনের গাছ কেটে ফেলায় প্রাকৃতিক আবাস্থল ধ্বংস করা হচ্ছে, ফলে প্রাণীদের থেকে মানুষের মধ্যে সংক্রমিত রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে৷ তিনি বলেন, এইডস-এর সংক্রমণ হয়েছিলো বানর থেকে, বাদুড় থেকে হয়েছিলো ইবোলা রোগের সংক্রমণ এবং করোনাভাইরাসও এসেছে মূলত বন্যপ্রাণী থেকেই৷ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে প্রাণীদের জন্য ওষুধ, মানবিকতা এবং পরিবেশ সংরক্ষণ জরুরি বলে মনে করেন গ্যার্ড ম্যুলার৷ পরিবেশের সাথে মানুষের শোষণমূলক আচরণের ফলে এইডস, করোনাসহ অন্যান্য সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঘটে আর প্রতিবছর নানা সংক্রামক রোগে মারা যায় ২৭ লাখ মানুষ৷ ম্যুলার বলেন, গতবছর ৬ লাখ ৯০ হাজার মানুষ এইডস রোগে মারা গেছে৷

করোনায় সময়মতো ওষুধ সরবরাহ করতে না পারায় এইডস-এর বিরুদ্ধে লড়াই আরও বেশি কঠিন করে তুলছে৷

এনএস/কেএম (ডিপিএ)