1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদারীপুরে নৌযান সংঘর্ষ, ২৬ জনের মরদেহ উদ্ধার

৩ মে ২০২১

মাদারীপুরের শিবচরে পদ্মায় বালুবাহী নৌযানের সঙ্গে সংঘর্ষের ফলে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে যায়৷ এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷

https://p.dw.com/p/3ssOd
প্রতীকী ছবিছবি: bdnews24.com/M. Zaman Ovi

ডয়চে ভেলের  কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন জানান, সোমবার সকালের এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২৬ জনের লাশ পাওয়া গেছে৷ মৃতদের মধ্যে পাঁচজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে ৷

সকাল ৭টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে যাচ্ছিল স্পিডবোট৷ পথে বালুবাহী বাল্কহেড বলগেটের সাথে সংঘর্ষ হয়৷ 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে৷ নৌ পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে৷

স্পিডবোডটিতে অন্তত ৩০ জন আরোহী থাকার কথা জানিয়েছেন শিমুলিয়া ঘাটের প্রত্যক্ষদর্শীরা৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য