1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতলক্ষ্যায় লঞ্চডুবি, ২৭ জনের লাশ উদ্ধার

৫ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ‘কার্গো জাহাজের ধাক্কায়' যাত্রীবাহী লঞ্চ ডুবে নিহতদের সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছে৷

https://p.dw.com/p/3rbEn
প্রতীকী ছবিছবি: bdnews24.com/M. Zaman Ovi

আমাদের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, এ পর্যন্ত যাদের লাশ পাওয়া গেছে তাদের একজন শিশু আর ১৫ জন নারী, অন্যরা সবাই পুরুষ৷ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক জানান, সোমবার বেলা পৌনে একটার দিকে লঞ্চটি উদ্ধার করার পর ১৯ জনের লাশ পাওয়া গেছে ৷ এর আগে  আরও কয়েকজনের লাশ উদ্ধার করা হয়৷

রোববার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কয়লাঘাট এলাকায়  সাবিত আল আসাদ নামে একটি লঞ্চ ডুবে যায়৷ ইউএনও নাহিদা জানান, স্বজনদের দওয়া নিখোঁজদের তালিকা অনুযায়ী আর নয়জন নিখোঁজ রয়েছেন এবং তাদের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন৷তবে এমন আরও কেউ নিখোঁজ থাকতে পারে বলে এলাবাসীর ধারণা৷

এ ঘটনায় উদ্ধার করা নিহতদের প্রথম চারজন হলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার মালপাড়া এলাকার হারাধন সাহার স্ত্রী ৪০ বছর বয়সী সুনিতা সাহা, উত্তর চরমসুরা এলাকার অলিউল্লাহর স্ত্রী ৪৫ বছর বয়সী সখিনা বেগম এবং একই এলাকার প্রীতিময় শর্মার স্ত্রী ৫৩ বছর বয়সী প্রতিমা শর্মা ,  নয়াগাঁও পূর্বপাড়া এলাকার মিথুন মিয়ার স্ত্রী সাউদা আক্তার লতা, বয়স ১৮৷ 

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য