ফুটবল
৩০ ডিসেম্বর ২০১২আবার জার্মান ফুটবল দল ভের্ডার ব্রেমেনের ক্রীড়া পরিচালক হলেন টমাস আইচিন৷
বেশ কিছুদিন থেকে শোনা যাচ্ছিল ইরাকের জাতীয় দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা৷ কিন্তু সেসব জল্পনা-কল্পনার ইতি ঘটল ইরাকি ফুটবল সংস্থার সিদ্ধান্তের ফলে৷ ৪৯ বছর বয়সি হাকিম শাকির চলতি মৌসুমে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ এএফসি কাপের ফাইনালে ইরাককে পৌঁছে দিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছেন বলা যায়৷ কারণ ব্রাজিলীয় প্রশিক্ষক জিকো পদত্যাগের পর থেকে ইরাকি দলের ভবিষ্যৎ প্রশিক্ষকের খোঁজ করা হচ্ছিল৷ এমন সময়ে এএফসি কাপের সাফল্য শাকিরকে জাতীয় দলের দায়িত্ব এনে দিল৷ এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি'র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে শাকিরের ইরাকি দলের ভারপ্রাপ্ত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের খবর৷
এদিকে, জার্মান ফুটবল লিগে বুন্ডেসলিগার দল ভের্ডার ব্রেমেনের ক্রীড়া পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ৪৬ বছর বয়সি সাবেক ফুটবল তারকা টমাস আইচিনকে৷ গত মাসে ব্রেমেন পরিচালক ক্লাউস আলোফস ভোল্ফসবুর্গ দলে চলে যাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হলেন আইচিন৷
এছাড়া বুন্ডেসলিগার আরেক দল আউগসবুর্গের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জার্মান জাতীয় দলের সাবেক ডিফেন্ডার শ্টেফান রয়টার৷ চলতি মৌসুমেই এই পদ থেকে ইতিমধ্যে দু'জন বিদায় নেওয়ার পর সেখানে দায়িত্ব নিলেন ৪৬ বছর বয়সি রয়টার৷ আউগসবুর্গের সাথে রয়টারের ২০১৫ সাল পর্যন্ত মেয়াদের জন্য চুক্তি হয়েছে বলে জানা গেছে৷
অন্যদিকে, বুন্ডেসলিগা ক্লাব স্টুটগার্ট ছেড়ে যাচ্ছেন মেক্সিক্যান অধিনায়ক মাসা৷ ২০১১ সালে ডাচ দল আইন্ডহোভেন থেকে স্টুটগার্ট দলে এসেছিলেন ৩১ বছর বয়সি এই ফুটবল তারকা৷ তবে এবার তিনি নিজ দেশের সিএফ অ্যামেরিকা ক্লাবে যোগ দিতে যাচ্ছেন বলে ‘বিল্ড' পত্রিকাকে জানিয়েছেন স্টুটগার্ট কর্মকর্তা ফ্রেডি ববিক৷
এএইচ / আরআই (ডিপিএ, এএফপি, রয়টার্স)