‘দ্য ফিফথ এস্টেট’
৬ সেপ্টেম্বর ২০১৩গোপন তথ্য ফাঁস করে বিশ্বে রীতিমত হইচই ফেলেছিলেন তিনি৷ পেয়েছিলেন বিশ্ব পরিচিতি৷ কারো কাছে তিনি নায়ক আবার কারো কাছে বা খলনায়ক৷ কে নিশ্চয়ই বুঝতে পারছেন? কথা হচ্ছে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ-কে নিয়ে৷ গত বছর থেকেই গুঞ্জন ছিল তাকে নিয়ে নির্মিত হচ্ছে একটি ছবি৷
আর তাই দর্শকরা প্রতীক্ষায়ও ছিলেন৷ গুনছিলেন দিন৷ অবশেষে গত বৃহস্পতিবার টরন্টো চলচ্চিত্র উৎসবে ফাঁস হল তথ্য ফাঁসকারীর উপর নির্মিত মুভিটি৷ ছবিটির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন নামী দামী তারকারা৷
‘দ্য ফিফথ এস্টেট' যতটা না রোমাঞ্চকর, তার চেয়ে বেশি কৌতুহলোদ্দীপক৷ আসাঞ্জের ভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ, যিনি ইদানীং শার্লক হোমস-এর আধুনিক সংস্করণের মূল চরিত্রে অভিনয় করে বেশ সাড়া তুলেছেন৷ প্রিমিয়ারে তিনি বললেন, ‘উৎসবে দ্য ফিফথ এস্টেট' অন্য মাত্রা যোগ করেছে৷ মুভিটিকে গণ সাংবাদিকতার প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন তিনি৷
ডিজনি ও ড্রিমওয়ার্ক পরিবেশিত মুভিটি পরিচালনা করেছেন বিল কনডন৷ উৎসবে দর্শকদের উদ্দেশ্যে যিনি বললেন, ‘দ্য ফিফথ এস্টেট' মুভিতে আসাঞ্জকে বা উইকিলিকসকে বিচার করা হয়নি৷ সেখানে আসলে জটিল কিছু বিষয় তুলে ধরা হয়েছে যেখানে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে কিন্তু বেশিরভাগের উত্তর জানা নেই৷ এছাড়া স্বচ্ছতা, স্বাতন্ত্র্য এবং তথ্যের নিরাপত্তার নিয়ে লড়াইয়ের চিত্রটি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন৷
আসাঞ্জের এক সময়ের অন্যতম বিশ্বস্ত সহযোগী ড্যানিয়েল ডোমশেট বার্গ-এর লেখা একটি বইয়ের উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে মুভিটি৷ ২০০৭ সালে উইকিলিকসে যোগ দিয়েছিলেন ড্যানিয়েল৷
কনডন জানালেন, একটি বিষয়ের উপর ভিত্তি করে কী ভাবে মুভিটি নির্মাণ করা যায়, তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন তিনি৷ তাই এতে কিছুটা নাটকীয়তা যোগ করেছেন৷
তবে, ছবিটিতে যেভাবে তাঁকে তুলে ধরা হয়েছে, তাতে বেশ মনঃক্ষুণ্ণ হয়েছেন আসাঞ্জ এবং এর সমালোচনা করেছেন৷ অ্যান্টি-উইকিলিকস মুভি হিসেবে এটিকে আখ্যায়িত করেছেন তিনি৷ তবে, কনডন আত্মপক্ষ সমর্থন করে বলছেন, এটাতে উইকিলিকস এবং তাকে সমর্থন করে এমন সব তথ্যই তুলে ধরা হয়েছে৷
এই মুভিটি ছাড়া উৎসবে মেরিল স্ট্রিপ ও জুলিয়া রবার্টস অভিনীত অগাস্ট-ওসেজ কাউন্টি এবং ডালাস বাইয়ার্স ক্লাবও মুক্তি পেয়েছে৷
টুয়েলভ ইয়ার্স আ স্লেভ মুভিটি আজ রাতে উৎসবে মুক্তি পাবে৷ একজন স্বাধীন মানুষের ১২ বছরের দাসত্বের গল্প নিয়ে নির্মিত মুভিটি চমক হিসেবে গত সপ্তাহে টোলুরাইড চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল৷ তখন মুভিটি সমালোচকদের বেশ প্রশংসা কুড়িয়েছে এবং এটি অস্কারে মনোনীত হবে বলে আশা করা হচ্ছে৷
এপিবি/এসবি (রয়টার্স)