1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুম্বই বিস্ফোরণের সূত্র খুঁজে বেড়াচ্ছে গোয়েন্দারা

১৫ জুলাই ২০১১

মুম্বই-এ গত বুধবারের ধারাবাহিক বিস্ফোরণের পেছনে কে বা কারা ছিল তার সূত্র খুঁজে বেড়াচ্ছে ভারতের শীর্ষ তদন্ত এজেন্সিগুলি৷ কিন্তু এখনো নির্দিষ্ট কোন তথ্য মেলেনি৷ তবে সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে৷

https://p.dw.com/p/11w6r
Manmohan Singh Premierminister
যত শীঘ্র হোক অপরাধীদের বিচারের কাঠগোড়ায় আনতেই হবে : ড. মনমোহন সিংছবি: UNI

প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, যে-করেই হোক, যত শীঘ্র হোক অপরাধীদের বিচারের কাঠগোড়ায় আনতেই হবে৷ ভারতের শীর্ষ গোয়েন্দা এজেন্সিগুলি হন্যে হয়ে খুঁজছে বুধবারের মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণের তথ্যপ্রমাণ৷ তিনটি বিস্ফোরণস্থল জাভেরি বাজার, অপেরা হাউস ও দাদারের কবুতরখানা থেকে কিছু কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং এবিষয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, এক হলো, ১১টি সিডির সিসিটিভি ফুটেজ৷ সেগুলি খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে৷ সিসিটিভি ফুটেজে যে-সব লোককে দেখা গেছে স্থানীয় লোকদের দিয়ে তাঁদের পরিচয় যাচাই করা হচ্ছে তাঁরা স্থানীয় না বাইরের লোক৷ সে কাজ চলছে৷

NO FLASH!!! Visibly tired policemen take a break near Zaveri bazar, a site of Thursday's triple bombing in Mumbai, India, Thursday, July 14, 2011. Indian police are looking into "every possible hostile group" in their search for the culprits behind the bombing in the heart of Mumbai, the country's top security official said Thursday. (Foto:Aijaz Rahi/AP/dapd)
ভারতের শীর্ষ গোয়েন্দা এজেন্সিগুলি হন্যে হয়ে খুঁজছে বুধবারের মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণের তথ্যপ্রমাণছবি: dapd

দুই, একটি স্কুটার চিহ্নিত করা হয়েছে যেটি জাভেরি বাজারের বিস্ফোরনণে ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে৷ সেই সূত্রে বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তিন, ফরেনসিক দল বিস্ফোরণস্থল থেকে সংগ্রহ করেছে রক্তের নমুনা, বিস্ফোরক পদার্থের কণা ইত্যাদি৷ বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট ও ইলেকট্রনিক ডেটনেটর৷ অপেরা হাউসের বিস্ফোরন ছিল সবথেকে শক্তিশালী প্রায় ১ কেজি অ্যামোনিয়াম ঠাসা ছিল৷ তাতেই মারা যায় ১১জন, আহত হয় ৭৩জন৷ রাখা ছিল মোটরসাইকেলের কাছে ছাতার তলায়৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, কোন জঙ্গি গোষ্ঠী এই বিস্ফোরণের দায়িত্ব এখনো স্বীকার করেনি৷ তবে সন্দেহের তীর ইন্ডিয়ান মুজাহিদিন গ্রুপের দিকে, যাকে চালায় লস্কর-ই-তৈয়বা৷ যদিও নির্দিষ্ট প্রমাণ হাতে আসেনি৷ মানব বোমা, মাওবাদী, সীমান্তপার - সব সম্ভাবনাই খোলা রাখা হয়েছে৷

Superteaser Großbildteaser ### Achtung, nicht für CMS-Flash-Galerien! ### A policemen inspects the site of a bomb explosion at Zaveri bazaar in Mumbai, India, Wednesday, July 13, 2011. Three explosions rocked India's busy financial capital at rush-hour Wednesday, killing at least eight people and injuring 70 in what officials described as another terror strike on the city hit by militants nearly three years ago. (Foto:AP/dapd)
ভবিষ্যতে যাতে সন্ত্রাসী হামলা না হয় তারজন্য ফুলপ্রুফ ব্যবস্থা নেবার কথা চ্যালেঞ্জ করেছে বিজেপিছবি: dapd

ভবিষ্যতে যাতে সন্ত্রাসী হামলা না হয় তারজন্য ফুলপ্রুফ ব্যবস্থা নেবার যে-কথা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাকে চ্যালেঞ্জ করে বিজেপি বলেছে, কিসের ভিত্তিতে ওনারা একথা বলছেন? গত দেড়-দু বছরে ৪/৫টি সন্ত্রাসী হামলা হয়, আজও তার তদন্ত শেষ হয়নি৷ দেশ জানতে পারেনি ঐসব চক্রান্তের পেছনে কারা ছিল? দেশ জানতে চায় গত ৪ বছরে কটা সিমি ও মুজাহিদিনের মডিউল ধ্বংস করতে পেরেছে সরকার? সরকার দাবি করেছে বুধবারের বিস্ফোরণ গোয়েন্দা ব্যর্থতা নয়৷ যদি তাই হয় তাহলে কেন আগাম সতর্কতা ছিলনা৷ তবে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সরকারের যে-কোন কঠোর পদক্ষেপ সমর্থন করবে বিজেপি৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য