মুশফিকের ‘কোবরা' নাচ
১২ মার্চ ২০১৮টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্য ২১৪ রান তাড়া করে ম্যাচ বের করে আনার রেকর্ড গড়তে মুশফিকের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ৷ ৭২ রানে অপরাজিত ছিলেন তিনি৷ কিন্তু সেসব ছাড়িয়ে গিয়েছে ম্যাচ জয়ের পর তাঁর ‘কোবরা নাচ'-এর কারণে৷
২০তম ওভারে থিসারা পেরেরার চতুর্থ বলটি মিড উইকেটের দিকে ঠেলে দিয়েই জয়সূচক রানটি নেন মুশফিক৷ এরপর কিছুক্ষণের জন্য জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে যান তিনি৷ সেই জয় উদযাপনেই এই নাচ৷
সে সময় ধারাভাষ্যে ছিলেন ভারতের সঞ্জয় মাঞ্জরেকার ও বাংলাদেশের আতাহার আলী খান৷ সঞ্জয় বিস্ময় প্রকাশ করে বলেন, ‘‘এমন উদযাপন তো কখনো দেখিনি৷ ক্রিকেট বিশ্ব নতুন এক উদযাপন দেখছে৷''
আতাহার অবশ্য মনে করিয়ে দিয়েছেন যে, বিপিএলেও এ ধরনের একটি উদযাপন হয়েছে৷ মুশি-র এই উদযাপনের পর পুরো সামাজিক গণমাধ্যম দুলতে শুরু করে এই নাচের ভঙ্গিতে৷ সবাই ‘নাগিন নাগিন' বলে একটি বলিউডের গান শেয়ার করা শুরু করেন৷ অনেকেই ম্যাচের ঐ বিশেষ মুহূর্তের ভিডিওটি শেয়ার করতে থাকেন৷
তবে কেউ কেউ একে ছেলেমানুষী বলেও অভিহিত করেন৷ তবে কেউ কেউ বলেন, জয়খরায় ভোগা বাংলাদেশ ক্রিকেট দল এ থেকে বের হবার একটা উপায় খুঁজছিল৷ দেশের বাইরের মাটিতে এমন একটি জয়ে তাদের স্বস্তির প্রকাশটাই ঝরে পড়েছে মুশফিকের উদযাপনে৷
ভিডিও দেখতে ক্লিক করতে পারেন এই লিঙ্কেও৷
জেডএ/ডিজি