ম্যার্স এসেছে উট থেকে
৬ জুন ২০১৪সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে ম্যার্স ভাইরাস ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তা বেড়ে চলেছিল৷ এই রোগ সম্পর্কে এত কম তথ্য জানা গেছে, যে তার প্রসার রোধ করাও কঠিন কাজ৷ কিন্তু বিজ্ঞানীরা এই প্রথম সরাসরি প্রমাণ পেয়েছেন যে, উট থেকে মানুষের শরীরে প্রবেশ করে এই ভাইরাস৷
সৌদি আরবে সরকারি সূত্র অনুযায়ী, এ পর্যন্ত মোট ৬৮৮ জন এই রোগের কবলে পড়েছে৷ এর মধ্যে ২৮২ জনের মৃত্যু হয়েছে৷ আরও দুশ্চিন্তার বিষয় হলো, ম্যার্স এই অঞ্চল ছেড়ে ইউরোপ, এশিয়া ও উত্তর অ্যামেরিকায়ও ছড়িয়ে পড়ছে৷
‘নিউ ইংল্যান্ড জার্মান অফ মেডিসিন' এবার ম্যার্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে৷ তবে এই গবেষণার ভিত্তি ৪৪ বছর বয়স্ক এক সৌদি পুরুষ, যিনি ন'টি উট পালন করতেন এবং ২০১৩ সালের নভেম্বর মাসে ম্যার্স ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান৷ তাঁর বন্ধুরা জানিয়েছেন, সেই ব্যক্তি একটি অসুস্থ উটের নাকে প্রাচ্যদেশীয় কোনো ওষুধ লাগিয়েছিলেন৷ মোট চারটি উটের নাক থেকে কোনো তরল বেরোচ্ছিল৷ এই ঘটনার প্রায় এক সপ্তাহ পর উটের মালিক ম্যার্স রোগে আক্রান্ত হন৷
গবেষকরা সেই মৃত উট ও তার মালিকের শরীরে ভাইরাস তুলনা করে দেখেছেন৷ জানা গেছে, যে দুটি ভাইরাসের জেনোম হুবহু এক ছিল৷ সব তথ্য বিশ্লেষণ করে বলা যায়, যে সংক্রমিত উটের কাছে এসে তার মালিকের শরীরে ভাইরাস প্রবেশ করেছিল৷ এর আগের গবেষণা অনুযায়ী, প্রায় ২০ বছর ধরে উটের শরীরে এই করোনা ভাইরাস দেখা গেছে৷ কিন্তু উট থেকে মানুষে সংক্রমণের কোনো ঘটনার কথা জানা যায়নি৷ এবার সৌদি আরবের আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের তারিক মাদানির নেতৃত্বে এক বিশেষজ্ঞ দল এর সাক্ষাৎ প্রমাণ পেল৷
নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডাব্লিউ আয়ান লিকপিক মনে করেন, মানুষের রোগের প্রসারের ক্ষেত্রে উট সহ অন্যান্য পশু ঠিক কী ভূমিকা পালন করে সেটা জানাই হলো আসল চ্যালেঞ্জ৷ উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে এশিয়ায় কমপক্ষে ৮,২৭৩ জন মানুষ সার্স ভাইরাস-এ আক্রান্ত হয়েছিল৷ তাদের মধ্যে প্রায় ৯ শতাংশের মৃত্যু হয়েছিল৷ ম্যার্স-এর ক্ষেত্রে আক্রান্তদের সংখ্যাটা এত বেশি না হলেও মৃত্যুর হার অনেক বেশি৷
এসবি/ডিজি (এএফপি, এপি)