1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যাচ্ছেন হাইনকেস

৪ জুন ২০১৩

তিন দিন আগেই মৌসুমের তৃতীয় শিরোপা জিতিয়েছেন বায়ার্ন মিউনিখকে৷ সেই থেকে কৌতূহল – ফুটবল ছাড়াছেন, নাকি শুধু বায়ার্ন ছেড়ে চলেছেন নতুন ক্লাবে? ইউপ হাইনকেস জানিয়েছেন, পুরোনো ক্লাব ছাড়লেও ফুটবল এখনি ছাড়ছেন না৷

https://p.dw.com/p/18jcP
ছবি: Reuters

বায়ার্নকে চ্যাম্পিয়ন্স লিগ, বুন্ডেস লিগা এবং সব শেষে জার্মান কাপও জিতিয়ে ৬৮ বছর বয়সে কোচ হিসেবে সেরা সময়ের দেখা পেয়েছেন হাইনকেস৷ কিন্তু তারপরও প্রিয় দলে থাকা হচ্ছে না৷ জার্মানির ফুটবল ইতিহাসের সফলতম ক্লাবটি নতুন কোচ হিসেবে আগেই চুক্তি চূড়ান্ত করে ফেলেছে পেপ গুয়ার্দিওলার সঙ্গে৷ বার্সেলোনা ছেড়ে বেশ কিছুদিন বিশ্রামে কাটানো গুয়ার্দিওলা আসছেন আগামী ২৬ জুন৷

Pep Guardiola zukünftiger Trainer FC Bayern München Fußball Deutschland
বার্সেলোনার সাফল্য সঙ্গে করে এবার বায়ার্নে যোগ দেবেন গুয়ার্দিওলাছবি: dapd

এ অবস্থায় হাইনকেসকে ক্যারিয়ার সম্পর্কে নতুন সিদ্ধান্ত নিতেই হতো৷ সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন তিনি৷ রেয়াল মাদ্রিদে যোগ দেয়া কিংবা ফুটবলই একেবারে ছেড়ে দেয়া – এই দুটো সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে প্রথম জার্মান ক্লাব হিসেবে বায়ার্নকে ‘ট্রেবল' জেতানো হাইনকেস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘আমি ছুটিতে যাবো৷ জার্মানি বা বাইরে কোথাও এখন কাজ করবো না৷''

ছুটিটা অবশ্য দীর্ঘদিনের নয়৷ আপাতত কয়েক সপ্তাহই ফুটবলের বাইরে থাকার পরিকল্পনা৷ তারপর? বেশ কয়েকটি ক্লাব থেকে ভালো অফার পেয়ে সেগুলো বিবেচনায় না নেয়ার কথা জানালেও এ নিয়ে সোজাসুজি কিছু বলেননি বায়ার্ন মিউনিখকে সাফল্যের চূড়ায় রেখে যাওয়া ইউপ হাইনকেস৷ পরবর্তি ঠিকানা স্পেনের রেয়াল মাদ্রিদ, নাকি অন্য কোনো ক্লাব – এ সম্পর্কে তাই এ মুহূর্তেই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না৷

এসিবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য