গুম নিয়ে উদ্বেগ
৬ মে ২০১২স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রয়োজনীয়তার কথাও বলেন হিলারি ক্লিন্টন৷ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি তাঁর বক্তব্য তুলে ধরেন৷
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি৷ তাঁর সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, স্বরাষ্ট্র সচিব মোশতাক আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব এস আসলাম আলম, জ্বালানি সচিব মো. মেসবাহ উদ্দিন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা৷ যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টনের নেতৃত্বে পররাষ্ট্র দফতরের সহকারী মন্ত্রী রবার্ট ব্লেক, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজিনা, দূতাবাসের রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকর্তা পুস্পিন্দর ধিলন সহ উর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন৷ সন্ধ্যায় এক ঘন্টার এই বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷
বৈঠকে বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতা রূপরেখা বা টিকফা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে৷ আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের শুল্পমুক্ত প্রবেশাধিকার নিয়ে৷এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব, মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন তহবিল থেকে অর্থ পাওয়া, যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে ফেরত আনা নিয়ে আলোচনা হয়েছে৷
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়৷ হিলারি মনে করেন সব রাজনৈতিক দলগুলোর সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব৷ বাংলাদেশে হত্যা এবং গুমের ঘটনা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সরকার৷ তবে হিলারি মনে করেন বাংলাদেশ সরকার যেসব ব্যবস্থা নিচ্ছে তাতে পরিস্থিতির উন্নতি হবে বলে তার আশা৷ আর তারা গ্রামীণ ব্যাংককে শক্তিশালী দেখতে চান৷
বৈঠক শেষে হিলারি ক্লিন্টন এবং ডা. দীপু মনি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন৷ হিলারি বলেন এই আলোচনা অত্যন্ত ফলপ্রসু হয়েছে৷ আর দীপু মনি বলেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো সুদৃঢ় হবে৷
হিলারি ক্লিন্টন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন৷
এদিকে রাতেই দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব সংলাপ চুক্তি সই হয়েছে৷ এই চুক্তির ফলে প্রতিবছর দ্বিপাক্ষিক বিষয় নিয়ে দুই দেশ বৈঠক করবে৷ আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, এই চুক্তি কতটা কাজে আসবে তা নির্ভর করছে আমাদের দক্ষতার ওপর৷
অন্যদিকে রাত সাড়ে ৯টার দিকে ২ দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী