1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিরস্কারে রেকর্ড

২৬ ফেব্রুয়ারি ২০১২

মার্কিনিদের স্বভাব হলো, নিজের মতামত তুলে ধরার ব্যাপারে তারা কাউকে পরোয়া করে না৷ এই যেমন অস্কার দেওয়ার আগের দিনটিতে রাজ্জি অ্যাওয়ার্ডের ঘোষণা দেওয়া হলো৷ বলা বাহুল্য, ভালো অভিনয়ের জন্য অস্কার আর খারাপের জন্য রাজ্জি৷

https://p.dw.com/p/14AKT
BEDTIME STORIES Happy End in Sicht? Patrick (Jonathan Heit), Bobbi (Laura Ann Kesling) und ihr Onkel Skeeter (Adam Sandler) hoffen zusammen mit Jill (Keri Russell), dass Skeeters Traum wahr wird und er das Hotel seines Vaters fortführen kann. ***Nur zur Verwendung für Berichterstattung über den Film***
অ্যাডাম স্যান্ডলার অভিনীত ‘বেড টাইম স্টোরিজ’ এর একটি দৃশ্যছবি: DISNEY ENTERPRISES

তাই এটিকে পুরস্কার না বলে তিরস্কার বলাই উচিত৷ আর চলতি বছর এই তিরস্কারের সবচেয়ে বেশি নোমিনেশন পেয়েছেন হলিউডের তারকা অ্যাডাম স্যান্ডলার৷ একটি নয়, দুটি নয়, মোট ১১টি নোমিনেশন পেয়েছেন এই কৌতুকাভিনেতা, যা একটি রেকর্ডও বটে৷ এর আগে আরেক কৌতুকাভিনেতা এডি মারফি পেয়েছিলেন এর অর্ধেকেরও কম নোমিনেশন৷ আর এবার স্যান্ডলারের কপালে কেবল সবচেয়ে খারাপ অভিনেতার তিরস্কারই জোটেনি, তার সঙ্গে সবচেয়ে বাজে অভিনেত্রীর তিরস্কারটির জন্যও এবার তাকে বাছাই করা হয়েছে৷ বেচারা অ্যাডাম স্যান্ডলার!

আরও বলে রাখি, এই রাজ্জি তিরস্কার বহু নামি দামী তারকাদের কপালেই জুটেছে৷ যেমন এর আগে স্যান্ড্রা বুলক ও হ্যালে বেরির মত অস্কার বিজয়ী তারকারাও তাদের বাজে অভিনয়ের জন্য এই রাজ্জি পেয়েছেন৷ আর এবার নোমিনেশনের তালিকায় রয়েছে আল পাচিনো, নিকোলাস কেজ আর নিকোল কিডম্যানের মত বড় বড় তারকা৷ তবে এই রাজ্জি প্রদান অনুষ্ঠানে খুব কম তারকাই উপস্থিত হওয়ার মত সাহস দেখাতে পারেন৷ যেমন বুলক আর হ্যালে বেরি এমন সাহস দেখিয়েছিলেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য