1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রপতির মৃত্যুতে ব্লগাররাও শোকাহত

জাহিদুল হক২১ মার্চ ২০১৩

বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে বাংলা ব্লগোস্ফিয়ারে শোকের ছায়া নেমে এসেছে৷ রাষ্ট্রপতির সম্মানে কয়েকটি ব্লগ তাদের কভার ফটোতে পরিবর্তন এনেছে৷ অন্যরা কালো ব্যাজ ঝুলিয়ে শোক প্রকাশ করেছে৷

https://p.dw.com/p/181Gd
ছবি: AFP/Getty Images

বুধবার বিকেলে রাষ্ট্রপতির মৃত্যুর খবর আসার পরপরই সামহোয়্যার ইন...ব্লগ শোক প্রকাশ করে এই সংবাদ প্রকাশ করে৷ তাতে সংক্ষেপে জিল্লুর রহমানের জীবনী জানিয়ে দেয়া হয়৷

আমার ব্লগ আর সচলায়তন তাদের কভারে সদ্য প্রয়াত রাষ্ট্রপতির ছবি দিয়েছে৷ আমার ব্লগ রাষ্ট্রপতির বিদেহী আত্মার শান্তি কামনা করেছে৷ আর সচলায়তন লিখেছে ‘বিদায় প্রিয় মুক্তিযোদ্ধা'৷ প্রথম আলো ব্লগ'ও রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছে৷

এদিকে বিভিন্ন ব্লগে ব্লগাররা জিল্লুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন৷ দেশের বিভিন্ন সংকটকালে তাঁর ভূমিকার কথা স্মরণ করেছেন কেউ কেউ৷

সামহোয়্যার ইন ব্লগে ‘ব্লগার রবিন' লিখেছেন, ‘‘ছোটবেলায় শুনেছি যে তারা খসে পড়লে নাকি ইচ্ছাপূরণ হয়৷ কিন্তু সাংবাদিক মিশুক মনির, চিত্রপরিচালক তারেক মাসুদ, লেখক হুমায়ূন আহমেদ, দেশবরেণ্য জামাল নজরুল ইসলাম আর আজ রাষ্ট্রপতি জিল্লুর রহমান..তারাগুলি একে একে খসে পড়ছে তো পড়ছেই...বাংলার আকাশ একে একে খালি হয়ে যাচ্ছে৷ কিন্তু ইচ্ছাপূরণ হচ্ছে না৷''

শেষে অবশ্য তিনি আবারও নতুন করে ইচ্ছেপোষণ করেছেন৷ ‘‘পারওয়ারদেগার, বাংলাদেশ যেন সত্যিকারের সমৃদ্ধ, সুখী আর সোনার একটি দেশ হয়ে উঠুক৷ আমিন...তারাদের খসে পড়া যেন বৃথা না যায়, আসুন সেই লক্ষ্যে একসাথে দেশের জন্য কাজ করি...৷''

অনেক ব্লগার পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে লিখেছেন৷ ব্লগার ‘রোদের ক্রোধ' সামহোয়্যার ইন ব্লগে সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় থাকা দুজন, সাজেদা চৌধুরী আর আবদুল হামিদ, এর মধ্যে আবদুল হামিদকেই পরবর্তী রাষ্ট্রপতি করার পক্ষে মত দিয়েছেন৷ তাঁর এই পোস্টের নীচে লেখা মন্তব্যে অনেকে তাঁর পক্ষে সমর্থনও দিয়েছেন৷

‘আমার ব্লগ' এ মো: হারুন রাষ্ট্রপতির মৃত্যুকে ঘিরে বিএনপির হরতাল প্রত্যাহার আর বঙ্গভবনে গিয়ে খালেদা জিয়ার শ্রদ্ধা জানানোর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন এবং এজন্য বিরোধী নেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য