1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবট করছে অস্ত্রোপচার - তাও সম্ভব করলো আয়ারল্যান্ড

১৫ আগস্ট ২০১১

এতোদিন আমরা শুনে এসেছি অস্ত্রোপচার শুধু একজন অভিজ্ঞ চিকিৎসকই করতে সক্ষম৷ কিন্তু হঠাৎ যদি বলা হয়, ‘এখন থেকে এই অস্ত্রোপচার করবে রোবট' - তাহলে কেমন শোনাবে? তা বিশ্বাসই বা করবে ক'জনা? অথচ আয়ারল্যান্ডে এ ধরণের ঘটনা ঘটছে৷

https://p.dw.com/p/12GjO
চিকিৎসার কাজে রোবোটের ব্যবহার শুরু হয়ে গেছেছবি: dpa

গত জুন মাসে আয়ারল্যআন্ডের একটি হাসপাতালকে পরিণত করা হয়েছে ‘ইউরোপীয়ান রোবোটিক গাইনোকোলজিক্যাল এপিসেন্টারে'৷ এর অর্থ হল, হাসপাতালের বেশ কিছু অস্ত্রোপচারের দায়িত্ব দেয়া হবে রোবটকে৷ এর মধ্যে ক্যান্সারের রোগীর অপারেশন থেকে শুরু করে খুব সামান্য অপারেশনও করানো হবে রোবটদের দিয়ে৷

গত কয়েক বছর ধরে কর্ক ইউনিভার্সিটি ম্যাটারনিটি হাসপাতালের অসংখ্য অস্ত্রোপচার করেছে রোবটরা৷ ২০০৭ সালে থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়৷ যেসব রোবট এই অপারেশনগুলো করে, তাদের প্রোগ্রামের নাম ‘দ্য ভিনসি'৷ প্রোগ্রামের মূল্য কয়েক মিলিয়ন ইউরো৷ এই রোবটগুলো সক্ষম হয়েছে খুব দ্রুত এবং নিখুঁতভাবে অসংখ্য অপারেশন করতে৷ রোগীর দেহে অস্ত্রোপচারের তেমন কোনো দাগও অনেক সময় দেখা যায়নি৷ দেখা গেছে রোবটগুলো যে সব অপারেশন করেছে, সেই সব রোগী দ্রুত সেরে উঠেছে৷

RoboEarth Roboter Krankenhaus
হাসপাতালেও রোবোটের ভূমিকা বাড়ছেছবি: RoboEarth.org/TU Eindhoven

আশা করা হচ্ছে, ভবিষ্যতে হয়তো যে কোনো অপারেশনের পুরোটাই মেশিন বা রোবটের সাহায্যে করা হবে৷ তবে এই মুহূর্তে কর্ক ইউনিভার্সিটি ম্যাটারনিটি হাসপাতালে যে সব অপারেশন রোবটরা করছে, তার দিকে তীব্র নজর রাখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ম্যাট হিউইট৷ প্রতিটি অপারেশনের সময় তিনি রোবটদের পাশে থাকেন৷

‘কি-হোল' সার্জারি হলো রোগীর দেহে খুব ছোট ছোট ছিদ্র করে অপারেশন করা৷ একটি ছিদ্র দিয়ে ক্যামেরা ঢোকানো হয়, আর অন্যটি দিয়ে অপারেশনের যন্ত্র৷ দেখা যাচ্ছে, রোবটরা এই অপারেশনগুলো করছে নিখুঁতভাবে৷ ডা. হিউইট জানান, ‘‘রোবট দিয়ে ‘কি-হোল' অপারশনের সবচেয়ে বড় সুবিধা হল যে, ত্রিমাত্রিক দৃষ্টিকোন থেকে পুরো অপারেশনটি দেখা সম্ভব৷ যা সাধারণ অপারেশনে দেখা সম্ভব নয়৷''

এছাড়া আরেকটি সুবিধা হল, রোবট নিজেই বুঝতে পারছে ঠিক সময় ক্যামেরা কোথায় ধরতে হবে৷ অত্যন্ত দ্রুত এবং নিখুঁতভাবে ক্যামেরা ঘোরাতে পারে রোবটরা৷ এর জন্য কোনো অ্যাসিসট্যান্টের প্রয়োজন নেই বা কারো ওপর নির্ভরও করতে হয় না৷ আর সবচেয়ে বড় কথা হল, অপারেশনের সময় রোগীর দেহে কোনো ধরণের কম্পন অনুভূত হয়নি৷ অথচ অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসকও যখন অস্ত্রোপচার করেন তখনও রোগীর দেহ কিছুক্ষণ পরপর কাঁপতে থাকে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য