বিশ্বকাপ ক্রিকেটের ময়দানি লড়াই: আজ মুখোমুখি ভারত-বাংলাদেশ
১৯ ফেব্রুয়ারি ২০১১আজ দুপুরে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিবারাত্রির উদ্বোধনী খেলা নিয়ে উভয় দেশের কোটি কোটি ক্রিকেট দর্শক ভুগছেন উত্তেজনায়৷ অন্যদিকে, খেলোয়াড়রা নিজেদের গা গরম করতে গতকাল শুক্রবার শেরে বাংলায় অনুশীলন করেছেন৷ সকালে মাঠ ছিল বাংলাদেশের দখলে৷ আর বিকেলে তা ছিল ধোনিদের কাছে৷
সাংবাদিকরা মুখিয়ে ছিলেন কি বলেন দুই অধিনায়ক তা জানতে৷ অনুশীলন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, বাংলাদেশ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে৷ আর বিকেলে ধোনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে উদ্বোধনী ম্যাচে লড়াই হবে হাড্ডাহাড্ডি৷
সাকিব জানান, নিজেদের আবহাওয়া, মাঠ ও দর্শক সুবিধাকে কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে নিজেদের সেরা খেলা খেলার চেষ্টা করবেন তারা৷
অন্যদিকে, ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির ভবিষ্যদ্বাণী, বাংলাদেশের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই - যে কেউ এ ম্যাচ জিততে পারে৷ এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ৷ বাংলাদেশের ধীরগতির উইকেটে ম্যাচের নিয়ামক হবেন স্পিনাররা ৷
ক্রীড়া বিশেষজ্ঞরা বলছেন, তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, আশরাফুল, সাকিব, মুশফিক, নাঈম ইসলামের ব্যাটিং এবং রুবেল হোসেন, শফিউল, রাজ্জাক, সাকিব, মাহমুদ উল্লাহ, নাঈমের বোলিংয়ের উপর বাংলাদেশ নির্ভরশীল৷
অন্যদিকে ভারতের রয়েছে দারুন ব্যাটিং লাইনআপ৷ শেহবাগ, গৌতম গাম্ভীর, শচীন টেন্ডুলকার, বিরাট কোলি কিংবা সুরেশ রাইনা, ধোনি, ইউসুফ পাঠান, যুবরাজের উপর ভারতের ব্যাটিং নির্ভর করছে৷
ভারতের আক্রমণের মূল বোলার জহির খান কিছুটা অসুস্থ৷ তারপরও শ্রীশান্ত, আশিষ নেহেরা, মুনাফ প্যাটেল, হরভজন সিং, পিযুষ চাওলা, যুবরাজ সিং, রাইনার বোলিং যে কোন প্রতিপক্ষকে ধরাশায়ী করতে সক্ষম৷ স্পিনার হরভাজন ও পিযুষ চাওলা হয়ে উঠতে পারেন ম্যাচ মেকার৷
বলে রাখা ভালো, ক্রিকেটে এ যাবত উভয় দেশ ২২ বার মুখোমুখি হয়েছে৷ এরমধ্যে ভারতের পাল্লাই ভারী৷ তারা জিতেছে ২০ বার এবং বাংলাদেশ জিতেছে দুই বার৷ তবে অঘটন পটিয়সি বাংলাদেশ৷ ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ৫ উইকেটে ভারতকে পরাস্ত করেছিল৷ এ পরাজয়ের ফলে ভারত বিশ্বকাপ থেকে বিদায় নেয়৷ এবার দেখা যাক কী হয় এই দুই প্রতিবেশীর খেলার ফলাফল৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী