ভারতের উত্তর-পূর্বের শিলচরে জন্মানো শবনম সুরিতা ২০১৭ সালে সাউথ এশিয়ান স্টাডিজে পিএইচডি করার জন্য জার্মানিতে চলে আসেন।
২০১৮ সালে ডয়চে ভেলে বাংলায় যোগ দেন। ২০২৩ সালে ডয়চে ভেলের আন্তর্জাতিক সাংবাদিকতা প্রশিক্ষণ, বা 'ভোলো' সম্পন্ন করেন তিনি৷
ডয়চে ভেলের জনপ্রিয় ইউটিউব শো 'মিট দ্য জার্মানস'-এর সঞ্চালনা করেন শবনম৷ বর্তমানে, কালচার ও বাংলা, এই দুই বিভাগে কর্মরত৷
জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতাও আছে তার৷ তিনি অভিবাসন, সাংস্কৃতিক রাজনীতি এবং নাগরিকত্ব সম্পর্কিত বিষয়ে বেশ কয়েকটি একাডেমিক নিবন্ধ প্রকাশ করেছেন।
মাতৃভাষা বাংলা ও সিলেটিসহ শবনম ইংরেজি, জার্মান ও হিন্দি বলতে পারেন৷