শাবি শিক্ষার্থীদের দাবি উপাচার্যের পদত্যাগ, আলোচনা নয়!
২০ জানুয়ারি ২০২২তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীসহ সাবেক শিক্ষার্থীও অবস্থান করছেন৷একই দিন সাতঅনুষদের ডিনগণ গত কয়েক দিনে সংঘটিত ঘটনাকে ‘অনাকাঙ্খিত' উল্লেখ করে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন৷
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অনশনরত এবং তাদের সঙ্গে থাকা আন্দোলনরত পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শতাধিক সাবেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে যান কোষাধ্যাক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল শিক্ষক৷ শিক্ষার্থীদের টানা স্লোগানে শিক্ষকরা কিছু বলতে চেষ্টা করলেও কেউ শোনেননি৷ কোষাধ্যাক্ষ আনোয়ারুল ইসলাম হ্যান্ডমাইক নিয়ে কিছু বলতে গেলেও শিক্ষার্থীরা শোনেননি৷
এই সময় শিক্ষার্থীরা আগে তাদের আন্দোলনে একত্মতা প্রকাশ করার শর্ত দিয়ে শিক্ষকদের উদ্দেশে বলেন, আন্দোলনে একাত্মতা প্রকাশ করলে বলুন 'ইয়েস', আর না হলে 'নো'৷ তবে শিক্ষকরা ইয়েস কিংবা নো কিছুই বলেননি৷ উপাচার্যের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন৷
রাত ১১টা ১৫ মিনিটে শিক্ষার্থীদের অবস্থানের জায়গা থেকে একটু দূরে গিয়ে প্রেস ব্রিফিং করেন কোষাধ্যাক্ষ আনোয়ারুল ইসলাম৷ তিনি সাংবাদিকদের বলেন, তারা জানেন না এই হামলার জন্য দায়ী কে৷ তারা চান এই ঘটনার তদন্ত হোক এবং প্রকৃত দায়ী ব্যক্তি চিহ্নিত হোক৷ তদন্তে যিনিই দায়ী হবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ তারা এই কথাটিই শিক্ষার্থীদের বলতে এসেছিলেন বলে জানান তিনি৷
বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গত বৃহস্পতিবার রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা৷ তার ধারাবাহিকতায় শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবি চান৷
এই দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)