1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কুলে হিজাব নিষিদ্ধের উদ্যোগ

৯ এপ্রিল ২০১৮

নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্য সরকার স্কুলে ১৪ বছরের কম বয়সি মেয়েদের জন্য হিজাব নিষিদ্ধ করার কথা ভাবছে৷ তাদের এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে শিক্ষকদের সংগঠন৷ তবে মুসলিমদের সংগঠন এ উদ্যোগের সমালোচনা করেছে৷

https://p.dw.com/p/2vizG
Hamburgs Schulsystem macht Fortschritte/Mädchen mit Kopftuch
ছবি: picture-alliance/dpa/A. Heimken

সম্প্রতি জার্মানির সবচেয়ে ঘণবসতিপূর্ণ রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়ার কর্তৃপক্ষ রাজ্যের সব স্কুলে ১৪ বছরের কম বয়সি মেয়েদের জন্য স্কুলে হিজাব নিষিদ্ধ করার প্রস্তাব করেছে৷ জার্মানির শিক্ষকদের সংস্থা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে৷ সংস্থার সভাপতি হাইনৎস-পেটার মাইডিংগার বিল্ড পত্রিকাকে বলেছেন, ‘‘হিজাব নিষিদ্ধ করার বিষয়টি সাধারণভাবে অন্তত সমাজে ধর্মের ভিত্তিতে বৈষম্য এবং ধর্মীয় কারণে বিদ্রুপ ইত্যাদি কমাতে সহায়তা করবে৷'' তবে ১৪ বছরের বেশি বয়সিদের জন্য যে এরপরও পরিস্থিতি একই থাকবে সেকথা স্বীকার করেছেন তিনি৷

জার্মান ফিলোসফিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান সুজানে লিন-ক্লিটৎসিংও স্কুলে হিজাব নিষিদ্ধ করার পক্ষে৷ বিল্ডকে তিনি বলেছেন, গণতন্ত্রে লিঙ্গভিত্তিক বৈষম্যের স্থান নেই, অথচ ‘‘হিজাবকে তারই প্রতীক হিসেবে দেখা যেতে পারে এবং এ কারণে শ্রেণিকক্ষে এর স্থান হতে পারে না৷''

নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের সব স্কুলে হিজাব নিষিদ্ধের উদ্যোগে মুসলমানদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে৷ উদারপন্থিরা বলছেন, উদ্যোগটি প্রশংসনীয়৷ তবে অন্য অনেকে মনে করছেন, এ উদ্যোগ ব্যক্তি স্বাধীনতা এবং ধর্ম পালনের অধিকারে হস্তক্ষেপের শামিল৷

সেইরান আতেস একজন উদারপন্থি মুসলমান৷ বার্লিনের ইবনে রুশদ-গ্যোয়েটে মসজিদের সহ-প্রতিষ্ঠাতা সেইরান স্কুলে হিজাব নিষিদ্ধ করার মাঝে সমস্যার কিছু দেখছেন না৷ বরং তিনি মনে করেন, এমন উদ্যোগ অনেক আগেই নেয়া উচিত ছিল৷

তবে জার্মানির ইসলামিক কাউন্সিল বিষয়টি নিয়ে সমালোচনামুখর৷ সংগঠনটির চেয়ারম্যান বুরহান কেসিচি মনে করেন, মেয়েদের হিজাব পরতে বাধ্য করে যেমন কিছু মানুষ অন্যায় করে, স্কুলে হিজাব পরা নিষিদ্ধ হলে সেরকম অন্যায়ই করা হবে৷ তাঁর মতে, ‘‘বাধ্যতামূলকভাবে হিজাব পরা এবং হিজাব নিষিদ্ধ করা আসলে একই ধরনের কাজ – দু'টোই মুসলমানদের আঘাত করে৷''

এসিবি/ডিজি (ইপিডি, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য