1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রম আইনই বাধা

সমীর কুমার দে, ঢাকা৩ ডিসেম্বর ২০১২

অগ্নিকাণ্ডের শিকার তাজরিন ফ্যাশনসের শ্রমিকরা গত চার মাস ধরে বেতন পান না৷ এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শ্রম আইনে ক্ষতিপূরণের টাকার অংক উল্লেখ থাকায় উপযুক্ত ক্ষতিপূরণ পাচ্ছে না শ্রমিকরা৷ আইনটি সংশোধনের দাবি তাদের৷

https://p.dw.com/p/16uCM
Workers shout slogans as they protest against the death of their colleagues after a devastating fire in a garment factory which killed more than 100 people, in Savar November 26, 2012. Thousands of angry textile workers demonstrated in the outskirts of Dhaka on Monday after a fire swept through a garment workshop at the weekend, killing more than 100 people in Bangladesh's worst-ever factory blaze. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: DISASTER BUSINESS TEXTILE EMPLOYMENT CIVIL UNREST)
ছবি: Reuters

বকেয়া বেতন আর ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার৷ আশুলিয়ার নিশ্চিন্তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা তাজরিন ফ্যাশনস লিমিটেডের শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল শনিবার৷ এজন্য শ্রমিকেরা সকাল সাড়ে আটটার দিকে কারখানায় যান৷ কিন্তু বিজিএমইএ কর্তৃপক্ষ জানায়, পরিচয়পত্র দেখিয়ে চলতি মাসের বেতন নিতে হবে৷ পরে শ্রমিকদের বিক্ষোভের মুখে দু‘এক দিনের মধ্যেই বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়৷ তারপরও শঙ্কা কাটছে না শ্রমিকদের৷ কারণ আগুনে যে পুড়ে গেছে তাদের পরিচয়পত্রটিও৷

নিখোঁজ অনেক শ্রমিককে এখনও গার্মেন্টসটির সামনে খুঁজে ফিরছেন স্বজনরা৷ আর যারা স্বজন হারিয়েছেন তারাও গার্মেন্টসের সামনে এসে আহাজারি করছেন৷ আগুনে যারা পুড়েছে তাদের চাওয়া পাওয়ার হিসেব নেই৷ কিন্তু যারা বেঁচে আছেন তাদের সামনের দিনগুলো কীভাবে চলবে৷ সেই ভয়াল রাতে সহকর্মীদের মৃত্যু, কর্তৃপক্ষের আচরণ কোন কিছুই ভুলতে পারছেন না বেঁচে যাওয়া শ্রমিকরা৷ দুর্ঘটনার পর কত আশা শুনেছে তারা, কিন্তু মেলেনি কিছুই৷

এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, শ্রম আইনেই শ্রমিকদের ঠকানোর বন্দোবস্ত করা হয়েছে৷ কারণ আইনে ক্ষতিপূরণের টাকার অংক উল্লেখ থাকায় নায্য ক্ষতিপূরণ পাচ্ছেন না শ্রমিকরা৷ ব্যারিস্টার সারা হোসেন মনে করেন, একটি জীবনের দাম এক লাখ টাকা হতে পারে না৷ তাই শ্রম আইনটি সংশোধনের দাবি করেন তিনি৷ অ্যাডভোকেট শাহদীন মালিক অবশ্য মনে করেন, মালিকদের স্বার্থে আইনটি করা হয়েছিল৷ এখন সময় এসেছে তা সংশোধন করার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য