শ্রম আইনই বাধা
৩ ডিসেম্বর ২০১২বকেয়া বেতন আর ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার৷ আশুলিয়ার নিশ্চিন্তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা তাজরিন ফ্যাশনস লিমিটেডের শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল শনিবার৷ এজন্য শ্রমিকেরা সকাল সাড়ে আটটার দিকে কারখানায় যান৷ কিন্তু বিজিএমইএ কর্তৃপক্ষ জানায়, পরিচয়পত্র দেখিয়ে চলতি মাসের বেতন নিতে হবে৷ পরে শ্রমিকদের বিক্ষোভের মুখে দু‘এক দিনের মধ্যেই বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়৷ তারপরও শঙ্কা কাটছে না শ্রমিকদের৷ কারণ আগুনে যে পুড়ে গেছে তাদের পরিচয়পত্রটিও৷
নিখোঁজ অনেক শ্রমিককে এখনও গার্মেন্টসটির সামনে খুঁজে ফিরছেন স্বজনরা৷ আর যারা স্বজন হারিয়েছেন তারাও গার্মেন্টসের সামনে এসে আহাজারি করছেন৷ আগুনে যারা পুড়েছে তাদের চাওয়া পাওয়ার হিসেব নেই৷ কিন্তু যারা বেঁচে আছেন তাদের সামনের দিনগুলো কীভাবে চলবে৷ সেই ভয়াল রাতে সহকর্মীদের মৃত্যু, কর্তৃপক্ষের আচরণ কোন কিছুই ভুলতে পারছেন না বেঁচে যাওয়া শ্রমিকরা৷ দুর্ঘটনার পর কত আশা শুনেছে তারা, কিন্তু মেলেনি কিছুই৷
এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, শ্রম আইনেই শ্রমিকদের ঠকানোর বন্দোবস্ত করা হয়েছে৷ কারণ আইনে ক্ষতিপূরণের টাকার অংক উল্লেখ থাকায় নায্য ক্ষতিপূরণ পাচ্ছেন না শ্রমিকরা৷ ব্যারিস্টার সারা হোসেন মনে করেন, একটি জীবনের দাম এক লাখ টাকা হতে পারে না৷ তাই শ্রম আইনটি সংশোধনের দাবি করেন তিনি৷ অ্যাডভোকেট শাহদীন মালিক অবশ্য মনে করেন, মালিকদের স্বার্থে আইনটি করা হয়েছিল৷ এখন সময় এসেছে তা সংশোধন করার৷