1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদে বিপুল সমর্থন পেল ম্যার্কেলের ‘ইউরো বাঁচাও' প্রস্তাব

২৬ অক্টোবর ২০১১

বুধবার জার্মান সংসদের নিম্নকক্ষে ইএফএসএফ তহবিল গড়ার বিষয়ে ভোটাভুটিতে জিতে গেলেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ আজ সন্ধ্যাতেই ব্রাসেলসে ইউরোর ভবিষ্যৎ নিয়ে বৈঠকে যোগ দিতে চলেছেন তিনি৷

https://p.dw.com/p/12zk4
German Chancellor Angela Merkel gestures during her speech at the German federal parliament, Bundestag, in Berlin, Germany, Wednesday, Oct. 26, 2011. German Chancellor Angela Merkel is calling for the private sector to make a significantly larger contribution than previously agreed to reduce Greece's debt burden. Merkel said the aim of a European summit Wednesday must be a solution that allows for Greece to cut its debt load to 120 percent of gross domestic product by 2020. (Foto:Michael Sohn/AP/dapd)
সাংসদদের ম্যার্কেল বললেন, ‘নাউ অর নেভার'ছবি: dapd

বুন্ডেস্টাগে ভোটের ফলাফল

ইউরোপের বেশ কিছু দেশেই সংকটে পড়েছে অভিন্ন মুদ্রা ইউরো৷ সেইসব দেশগুলিকে ঋণ দেওয়ার বিষয়ে জার্মানির ভূমিকা নিয়ে জার্মান সংসদের গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে কিন্তু পূর্ণাঙ্গ সমর্থন পেয়ে গেলেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ ফলাফল দাঁড়িয়েছে, চ্যান্সেলরের সমর্থনে ৫০৩ জন সাংসদের ভোট৷ মোট ৬২০ জন সাংসদের এই নিম্নকক্ষে এদিন বিপক্ষে ভোট দিয়েছেন ৮৯ জন সাসংদ৷ আর চারজন সাসংদ ছিলেন অনুপস্থিত৷

ম্যার্কেল কী বললেন?

বিশ্বজোড়া আর্থিক সংকটের মধ্যে ইউরোপের অভিন্ন মুদ্রা ইউরোর ভবিষ্যৎ নিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বেশ কিছুদিন ধরেই চিন্তিত৷ সাম্প্রতিক অতীতে ইউরোপের পিছিয়ে পড়া অর্থনীতির দেশগুলি, যেমন গ্রিস, আয়ারল্যান্ডের জন্য সাহায্য দেওয়ার সময়ে জার্মানিকে অগ্রণী ভূমিকা নিতে হয়েছিল৷ কিন্তু এখন যখন ইউরোপের বিভিন্ন দেশেই দেখা যাচ্ছে এই সমস্যা, তখন ম্যার্কেল ইউরোকে বাঁচাতে চাইছিলেন একটি অভিন্ন প্যাকেজ তৈরি করতে৷ ইউরোপীয়ান ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি ফান্ড বা ইএফএসএফ নামের যে প্যাকেজে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশ অংশ নেবে৷ এবং সহায়তা করবে৷ যাতে ভবিষ্যতে এ জাতীয় সমস্যা দেখা দিলে তার মোকাবিলা করার কাজটা সহজতর হয়ে যায়৷ সেক্ষেত্রে, তাঁর নিজের দেশের সংসদে আজকের এই সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই৷ ইউরোকে বাঁচাতে তাই ম্যার্কেলের স্লোগান ছিল, ‘নাউ অর নেভার' ৷

ইএফএসএফ তহবিলের পক্ষেই জার্মান সংসদ

মোটের ওপর সংসদের দারুণ সমর্থন পেয়েছেন চ্যান্সেলর৷ তবে, তাঁর নিজের সিডিইউ সিএসইউ জোট সরকারের বেশ কিছু সাংসদ বিপক্ষে গিয়েছেন তাঁর সরকারের সিদ্ধান্তের৷

ব্রাসেলস সম্মেলনে জোর পাবেন জার্মান চ্যান্সেলর

আজ বুন্ডেস্টাগে ইএফএসএফ তহবিলের পক্ষে ম্যার্কেলের এই সম্মতিলাভ অবশ্যই ব্রাসেলস সম্মেলনে কাজে দেবে৷ ইউরোর পায়ের তলায় মাটি আনতে জার্মানির ভূমিকা এই বিজয়ের পরে যেখানে পৌঁছেছে, তাতে এই উদ্যোগে জার্মানির নেতৃত্ব অনস্বীকার্য বলেই মনে করা হচ্ছে এই মুহূর্তে৷ ফ্রান্সের পরামর্শ ছিল, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্কের ওপরেই যাবতীয় আর্থিক দায় দায়িত্ব চাপিয়ে দেওয়ার৷ কিন্তু অন্যান্য দেশ সহ জার্মানির প্রবল চাপের মুখে তা খারিজ হয়ে যায়৷ বর্তমানে যে অবস্থানে জার্মানি নিজেকে নিয়ে যেতে পারল, তাতে ব্রাসেলসের বৈঠকে এই ইএফএসএফ তহবিল গড়ার বিষয়ে আলোচনা তিনি আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন বলেই ধারণা করা হচ্ছে আর্থিক মহলে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য