1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাজের পদত্যাগ

২৩ এপ্রিল ২০১২

অবশেষে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন তানজিম আহমেদ সোহেল তাজ৷ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও তাঁর ব্যক্তিগত সহকারীর মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার বরাবর সোমবার লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন৷

https://p.dw.com/p/14jYA
ছবি: AP

২০০৮ সালের ২৯শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসন থেকে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন মুক্তিযুদ্ধের সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ৷ এরপর ২০০৯ সালের ৬ই জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন৷ কিন্তু মাত্র ৫ মাসের মাথায় ৩১শে মে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন৷ কিন্তু প্রধানমন্ত্রী তাকে এরপরও দফতর বিহীন প্রতিমন্ত্রী হিসেবে বহাল রাখেন৷

সোহেল তাজ তখন থেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন৷ তিনি অধিকাংশ সময়ই যুক্তরাষ্ট্র অবস্থান করেন৷ গত সপ্তাহে তিনি মন্ত্রীপরিষদ বিভাগকে চিঠি দিয়ে জানান, তিনি আর প্রতিমন্ত্রী নেই এবং তাঁর অ্যাকাউন্টে পাঠানো বেতন-ভাতা যেন ফেরত নেয়া হয়৷ আর আজ তিনি তাঁর ব্যক্তিগত সহকারী আবু কাওসারের মাধ্যমে সংসদ সদস্য থেকে পদত্যাগের লিখিত পত্র পাঠান জাতীয় সংসদের স্পিকারের কাছে৷ স্পিকার ঢাকার বাইরে থাকায় পদত্যাগ পত্রটি সংসদ সচিবালয়ে জমা দেয়া হয়েছে বলে আবু কাওসার জানান৷

সোহেল তাজ তাঁর দুই লাইনের পদত্যাগপত্রে কোন কারণ উল্লেখ করেন নি৷ তবে তিনি এক খেলা চিঠিতে বলেছেন, তাঁর নির্বাচনী এলাকা কাপাসিয়ার মানুষের সম্মান রক্ষায় তার পদত্যাগ ছাড়া আর কোন উপায় ছিলনা৷ আর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেছেন, সীমিত ক্ষমতায় জনগণের প্রতি তার কমিটমেন্ট রক্ষা করা সম্ভব ছিলনা৷ তিনি তার খোলা চিঠিতে আরো বলেছেন, এমন অনেক সত্য আছে যা দেশ ও জনগণের স্বার্থে প্রকাশ করা যায়না৷ সোহেল তাজ বলেছেন, রাজনীতির মাধ্যমে না হলেও তিনি তার এলাকার মানুষের পাশে থাকবেন৷ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী জানিয়েছেন, স্পিকার ঢাকায় ফেরার পর তাঁর পদত্যাগপত্রের ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন৷

সোহেল তাজ এখন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সপরিবারে অবস্থান করছেন৷ সেখানে তিনি একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য