1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাইপ্রাসের সংকট নিয়ে দুশ্চিন্তা

২০ মার্চ ২০১৩

আন্তর্জাতিক সাহায্য না পেলে দেউলিয়া হতে চলেছে সাইপ্রাস৷ সাহায্যের শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় আপাতত থমকে গেছে আলোচনা৷ খোঁজ চলছে নতুন সমাধানসূত্রের৷

https://p.dw.com/p/180jw
ছবি: Reuters

ইউরোপের নেতারা এর আগে কখনো এমন পরিস্থিতির মুখে পড়েন নি৷ ইউরো এলাকার একটি ছোট্ট দেশ প্রায় দেউলিয়া হতে চলেছে, আর্থিক অঙ্কের বিচারে তাদের উদ্ধার করাও তেমন কঠিন কাজ নয়৷ বেলআউট প্যাকেজও প্রস্তুত, কিন্তু দেশের সংসদের একজন সদস্যও সেই সাহায্য নিতে প্রস্তুত নন৷ অর্থের প্রয়োজন রয়েছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক দাতাদের শর্ত তারা মানতে প্রস্তুত নন৷

কারণ এই প্রথম কোনো দেশের বেলআউট প্যাকেজ দেওয়ার শর্ত হিসেবে নাগরিকদের, বা আরও স্পষ্ট করে বলতে গেলে যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাদের কাঁধেও ব্যয়ভারের একাংশ তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে৷ ইউরোপীয় এই সাহায্যের মূলমন্ত্র ছিল এ রকম – সাইপ্রাস করের হার কম রেখে ও নানা সুবিধা দিয়ে লগ্নি আকর্ষণ করার চেষ্টা করেছিল৷ কিন্তু সেই মডেল কাজ করে নি৷ বেসরকারি ব্যাংক ও রুশ কোটিপতিদের মতো অনেকেই সেই ব্যবস্থা থেকে ফায়দা তুলেছে৷ এখন বিপদে পড়ে তারা আন্তর্জাতিক সাহায্য চাইছে বটে, কিন্তু ইউরোপের বাকি দেশের করদাতাদের অর্থ দিয়ে রুশ কোটিপতিদের ঘাটতি সামাল দিলে সাধারণ মানুষের কাছে জবাবদিহি করা কঠিন৷ তাই সাইপ্রাসকেও আত্মত্যাগ করতে হবে – এমনটাই ছিল সাহায্যের মূল শর্ত৷

Zypern Schuldenkrise Proteste Zwangsabgabe Rettungsdeal
বেলআউট বিরোধী সমাবেশছবি: Reuters

প্রথমে স্থির হয়েছিল, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কার্যত সাইপ্রাসের সব নাগরিকের কাছ থেকে ‘ডিপোজিট ট্যাক্স' আদায় করা হবে৷ তারপর দেশজুড়ে প্রতিবাদের মুখে স্থির করা হলো, যাদের অ্যাকাউন্টে ২ লক্ষ ইউরোর কম অঙ্ক রয়েছে, তাদের কাছ থেকে কোনো কর নেওয়া হবে না৷ কিন্তু মঙ্গলবার সাইপ্রাসের সংসদ সেই শর্তও মানতে চায় নি৷ ফলে সাহায্য চাইলে এবার সে দেশের সরকারকে বিকল্প খুঁজতে হবে৷ চলতি সপ্তাহেই সেই প্রস্তাব এলে ইউরোপীয় অর্থমন্ত্রীদের আবার নতুন করে মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে৷

সাইপ্রাসের সরকার বিপদে পড়ে এখন আর শুধু ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও আইএমএফ-এর উপর নির্ভর করতে চাইছে না৷ রাশিয়ার কাছ থেকে সাহায্যের আশায় মস্কো ছুটছেন দেশের একের পর এক নেতা৷ তবে বুধবারও সাইপ্রাসের অর্থমন্ত্রী মস্কোর সঙ্গে কোনো রফায় আসতে পারেন নি৷

এসবি/জেডএইচ (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য