সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গ্রহণ
১৪ জুলাই ২০১১আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে আজ মাওলানা দোলোয়ার হোসেন সাঈদীর উপস্থিতিতে তার বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরধের পূর্ণাঙ্গ অভিযোগ উত্থাপন করেন প্রসিকিউশন টিমের সদস্যরা৷ আদালত অভিযোগ গ্রহণ করে ১০ ই আগষ্ট অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করেন৷ প্রসিকিউশন টিমের সদস্য ব্যারিস্টার হায়দার আলী জানান, সাঈদী একাত্তরে বাংলাদেশের দক্ষিণের জেলা পিরোজপুরে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত৷ ১০ই আগষ্ট অভিযোগ গঠন হলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক ট্রায়াল শুরু হয়ে যাবে৷
তবে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম আদালতের অভিযোগ গ্রহণের বিরোধিতা করেন৷ সাঈদীর জামিনের আবেদনও জানান হয়৷ আদালত সে আবেদন নাকচ করে দেন৷
এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম জনিয়েছেন, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধেও দু'এক মাসের মধ্যে যুদ্ধাপরাধের বিচার শুরু হবে৷ নিজামী ও মুজাহিদসহ আটক সবার বিচার এই সরকারের আমলেই শেষ হবে বলে হবে জানান তিনি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক