ফাঁসির পর চলছে আনন্দ-বিতর্ক
২২ নভেম্বর ২০১৫শনিবার গভীর রাতে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়ার পরই সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর লাশবাহী অ্যাম্বুলেন্স চট্টগ্রামের রাউজানে পৈতৃক বাড়ির উদ্দেশে রওনা হয়৷ রোববার সকালে সেখানে তার পারিবারিক কবরস্থানে সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন সম্পন্ন হয়৷ দাফনের আগে বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজাও হয়েছে৷ জানাজা পড়িয়েছেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী৷
একাত্তরের মুক্তিযুদ্ধ চলার সময় আলবদর বাহিনীর প্রধান হিসেবে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়া জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দাফন হয়েছে ফরিদপুরের পশ্চিম খাবাসপুর গ্রামে৷
রাউজানে দুর্বৃত্তদের গুলিতে একটি বেসরকারি চ্যানেলের সাংবাদিক আহত হয়েছেন৷ এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর মতো আর কোনো খবর এখনো পাওয়া যায়নি৷
এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিতে তার দল বিএনপি এখনো কোনো প্রতিক্রিয়া না জানালেও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জামায়তে ইসলামী ক্ষোভ প্রকাশ করেছে৷ ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর হরতাল ডাকা দলটি এবার ফাঁসির আদেশ কার্যকর করার প্রতিবাদেও সারা দেশে হরতাল ডেকেছে৷ জামায়াতের আহ্বানে এ হরতাল পালিত হবে সোমবার৷
তবে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি হওয়ায় স্বস্তিও প্রকাশ করেছেন অনেকে৷ স্বস্তি এবং আনন্দ প্রকাশ করতে রোববার সারা দেশে মিছিল করেছে গণজাগরণ মঞ্চ৷
সাকা চৌধুরী এবং মুজাহিদের ফাঁসিতে মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের স্বজনরাও স্বস্তি প্রকাশ করেছেন৷ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের সুরকার, শহিদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ মনে করেন, মুজাহিদের ফাঁসি হওয়ায় তিনি স্বাধীনতার ৪৪ বছর পরে হলেও পিতৃহত্যার বিচার পেয়েছেন।
শহিদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে সাংবাদিক জাহীদ রেজা নূর মনে করেন, দু'জন চিহ্নিত যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস নির্দেশিত পথে নতুন করে যাত্রা শুরু করল৷
শহিদ বুদ্ধিজীবী ডা. আবদুল আলীম চৌধুরীর মেয়ে নূজহাত চৌধুরী বলেছেন, ‘‘এই রায়ের পরেও আমরা অনেক কেঁদেছি৷ কারণ বাংলাদেশের জন্য যে সূর্য সন্তানেরা প্রাণ দিয়েছিল তাঁদের হত্যার বিচারের জন্য তাঁদের সন্তান হিসেবে আমাদের খুব কষ্ট করতে হয়েছে৷ দীর্ঘ ৪৪ বছর অপেক্ষা করতে হয়েছে৷ অবশেষে সর্বোচ্চ বিচার পেয়েছি৷ এই বিচারের ফলে জাতি হিসেবে আমরা আরও এগিয়ে গেলাম৷ এই রায়ে আমরা যেমন সন্তুষ্ট, তেমনি সবার কাছে কৃতজ্ঞ৷''
তবে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী মনে করেন, তার বাবা ছিলেন সিংহপুরুষ, সিংহপুরুষ হয়েই তিনি বেঁচে থাকবেন৷
সংকলন: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ