সাকিবের স্ত্রী শিশির ঠিক বলেছেন!
২৪ আগস্ট ২০২০‘‘পৃথিবীতে ভালো মন্দ দুই-ই আছে৷ হাজার হাজার ভালো মন্তব্যের ভিড়ে দুএকটা খারাপ মন্তব্য আসবেই৷ ভালো মন্তব্যগুলো দূরে রেখে খারাপ মন্তব্য সামনে আনার কোন মানে হয় না৷ সাকিব ভাইয়ের বউয়ের সাথে আমি একমত, কেননা যারা এসব বলেছে তাদের না হয় মন-মানসিকতা খারাপ, তারা নোংরা তাই বলেছে৷ তাই বলে এটা নিয়ে বিশ্বকে জানিয়ে দেওয়ার মানে হয় না৷ সাকিব ভাইয়ের বউয়ের সাথে একমত,’’ এভাবেই লিখেছেন পাঠক ইকবাল নান্নু৷
আর পাঠক কাওসার হোসেনের মন্তব্য এরকম, ‘‘হাজার হাজার পরিচ্ছন্ন মন্তব্য থেকে গোটা চারেক ইঙ্গিতপূর্ণ উক্তি খুঁজে হাইলাইট করা মানসিক বৈকল্য৷’’
শিশিরের মতামত শ্রদ্ধাযোগ্য, তার মতকে আমি সম্মান করি, কারণ তিনি বস্তবতা উপলব্দি করেছেন ৷ যারা হাইলাইট করেছে তারাই নিন্দনীয় কাজ করেছে বলে মনে করেন পাঠক জিনাত মহল মিশোর৷ নাজমুল হাসান রাসেলের মতামতও ঠিক একই রকম, শিশির যথার্থই বলেছে৷ তুচ্ছ বিষয়কে বাড়িয়ে বড় করা হয়েছে, হাজার হাজার মন্তব্যের ভিড়ে এগুলোকে গুরুত্ব দেয়ার মত কিছুই নাই৷
সবদেশে সবকালে সব যুগে কিছু উন্মাদ তো থাকবেই৷ সাকিব পত্নীর এটা বোঝার মতো কমনসেন্স আছে৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় এই মন্তব্যটি করেছেন পাঠক সিফাত মুবিন৷ তবে তাদের পেজ থেকে পরে ছবিটি সরিয়ে দোয়ার কারণকে সিফাত মনে করছেন, কমেন্টে বিব্রত হয়ে নয়, আগ্রহীদের অতিউৎসাহে বিষয়টি ভাইরাল হওয়ায় সাকিব দম্পতি বিব্রত হতে পারেন সেকারণে৷
যদিও সামান্য লাইক পাবার আশায় অ্যাডমিনরা এমন কুকর্ম করেছে ধারণা কামরুল ইসলাম রাজের৷
এদিকে এক শিশুর পিতা মো.শাহরিয়ার ডয়চে ভেলেকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‘প্রশ্নটি শিশিরের কাছেও করতে পারতেন, সাকিবের স্ত্রীর কাছে না করে৷ করেননি কারণ স্টার ভ্যালুতে সাকিব এগিয়ে থাকেন, খবর বিক্রি ভাল হয়৷ প্রকারান্তে শিশিরকে অসম্মান করলেন৷ শিশিরের সাথে একমত হয়ে বলছি, অসংখ্য সুন্দর মন্তব্যের মধ্যে গুটিকয়েক অসভ্য মন্তব্য ছবিটির গায়ে যারা ট্যাগ করে নিউজ বানিয়েছে, তারা ধান্দাবাজ৷’’
পাঠক শাহজালাল খান, সাকিব জামান, মুহিন, সুমন দাস, হাসান তানভির, আবদুর রহিম আবু আনিস, মো. আহমেদ আলো, নাবিল, সাদিক, ইফতেখার জামিলসহ অসংখ্য পাঠক সাকিবের স্ত্রীর মন্তব্যের সাথে একমত পোষণ করেছেন৷
একটি বাচ্চাকে নিয়ে এধররের মন্তব্য বিকৃত রুচির পরিচয় বলে জানিয়েছেন পারভেজ খান৷ বিষয়টি বিচারের আওতায় আনা উচিত তিনি মনে করেন৷
পাঠক সুমন দাস লিখেছেন, আমি আশা করি অপরাধী দের শাস্তি হওয় উচিত, সবাই কথা বলছে তাই তো এখন পুলিশ তদন্ত করছে এবং সেটা সাকিবের মেয়ে জন্যই বেশি গুরুত্ব পেয়েছে অন্য কেউ হইলে এতটা প্রকাশ হতো না৷
সাকিবের বউ একদম উচিত কথা কইছে-এই সোজা সাপটা মন্তব্য পাঠক হাসান তানভিরের৷
তবে সেলিব্রিটি হলে এমন আজেবাজে কমেন্ট এর সম্মুখীন হতে হয়, এটা এমন কিছু না, এভাবে শান্তনার বাণী শুনিয়েছেন পাঠক বুলবুলি ফারুক আর হাসান মাহমুদ লিখেছেন অন্যায়ের প্রতিবাদ হয়েছে সেটাই বড় কথা৷
মো. ফেরদৌস মিয়া দুঃখ করে লিখেছেন, আমাদের দেশে যত ছোটখাটো বিষয় নিয়ে নিউজ করা হয় এবং তা নিয়ে যত ট্রল করা হয় তা বোধহয় বিশ্বের আর কোনো দেশে নাই৷
সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন
গতবছরের অক্টোবরের ছবিঘরটি দেখুন...