1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিক দম্পতি

১১ সেপ্টেম্বর ২০১২

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে ধীর গতিতে আবারো ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন তাদের সহকর্মী এবং সাংবাদিক নেতারা৷ তারা বলেছেন, অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে৷

https://p.dw.com/p/166lK
Former DW Editor Sagar Sarowar with his wife and son: Mr Sarowar was killed in Dhaka with his wife on February 11, 2012. Foto: Mohammad Zahidul Haque
DW Redakteur Sagar Sarowar Dhakaছবি: DW

সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ৭ মাস পূর্ণ হয়েছে মঙ্গলবার৷ এই ৭ মাসেও কোন অপরাধী গ্রেফতার হয়নি৷ এমনকি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তাও জানাতে পারেননি তদন্তকারীরা৷ তাই জাতীয় প্রেসক্লাবে সমবেত সাংবাদিকদের কণ্ঠে ছিল ক্ষোভ আর হতাশা৷ তারা বলেন, তদন্তের নামে এত সময় ক্ষেপণের আসল উদ্দেশ্য হল অপরাধীদের আড়াল করা৷ তদন্তের নামে দেশের মানুষকে একেক সময় একেক কাহিনি শোনান হচ্ছে৷

প্রেসক্লাবের সাংবাদিক সমাবেশ ও মানব বন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সাগর-রুনি হত্যার ব্যাপারে অনেক তথ্য জানা যাবে৷ আর তাকে গ্রেফতারের দাবিতে ১৬ই সেপ্টেম্বর এটিএন বাংলার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দেয়ায় তিনি দেশের সব পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছেন৷ মাহফুজুর রহমানকে ‘গণদুশমন' আখ্যা দিয়ে ইকবাল সোবাহান বলেন, তাকে প্রতিরোধ করা হবে৷ তার পক্ষে মামলা লড়ায় ব্যারিস্টার রফিকুল হকেরও সমালোচনা করেন তিনি৷

Bangladeshi Journalists observed a token hunger strike in Dhaka and all over the country to mount pressure on the government to identify, arrest and try the killers of the DW former Editor Sagar Sarwar and his wife Meherun Runi, who were killed in their house in Dhaka on February 11, 2012. Copyright: DW/Harun Ur Rashid Swapan
সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচী (ফাইল ছবি)ছবি: DW/Harun Ur Rashid Swapan

আরেক সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী অভিযোগ করেন, ব়্যাব এটিএন বাংলার অফিসে গিয়ে মাহফুজুর রহমানকে জামাই আদরে জিজ্ঞাসাবাদ করেছে৷

এদিকে সাগর-রুনির সহকর্মী সাংবাদিকরা সাংবাদিক নেতাদের কাছে আরো কঠোর কর্মসূচি দেয়ার দাবি জানিয়েছেন৷

মঙ্গলবারের সমাবেশে ২৬শে সেপ্টেম্বরের মধ্য সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান হয়েছে৷ নয়তো ঐ দিন সাংবাদিক মহাসমাবেশের মাধ্যমে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য