সার্ক দেশের রোগীদের তৎক্ষণাৎ ভিসা দিতে মোদীর ঘোষণা
২৬ নভেম্বর ২০১৪বাংলাদেশের সর্বাধিক পঠিত ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার' সংবাদটি গুরুত্ব সহকারে পরিবেশন করেছে৷
এছাড় মোদী তাঁর বক্তব্যে আগামী দুই বছরের মধ্যে সার্ক দেশগুলোর জন্য ভারতের একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনার কথাও জানান৷
সার্ক সম্মেলন উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তান ছাড়া আর অন্য সব সদস্য দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন বলে জানা গেছে৷ সিএনএন-আইবিএন টেলিভিশনের সাংবাদিক অরুণোদয় মুখার্জি একে পাকিস্তানের প্রতি একটি বার্তা বলে মনে করছেন৷
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে বক্তব্য রাখেন৷
নেপালের সাংবাদিক দীপক অধিকারী সার্ক সম্মেলন নিয়ে করা তাঁর টুইটে সার্ক নেতাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই যে একমাত্র নারী, সেই বিষয়টি উল্লেখ করেছেন৷
সার্ক-এর ইতিহাস নিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ প্রতিবেদন পাওয়া যাবে নেপালের গণমাধ্যম ‘নেপালি টাইমস'-এ৷
তবে নেপালের সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই এক প্রবন্ধে সদস্য দেশগুলোর উন্নয়নে সার্ক প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেন৷
সার্ক সম্মেলনকে ঘিরে কাঠমান্ডুতে নেয়া নিরাপত্তা ব্যবস্থায় শহরের অবস্থা কেমন হয়েছে তার একটা ধারণা পাওয়া যায় সোমেশ ভার্মার টুইট থেকে৷
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ