সিরিয়া নিয়ে ভিয়েনার বৈঠকে আশার ইঙ্গিত
৩০ অক্টোবর ২০১৫শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ বেশ কিছু দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক৷ বৈঠকের আলোচ্য বিষয় সিরিয়া সংকট৷ আড়াই বছরে প্রায় আড়াই লাখ মানুষের প্রাণ কেড়ে নেয়া সিরিয়া যু্দ্ধ বন্ধ করার উপায় বের করার জন্য আয়োজিত বৈঠকটিতে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও গিয়েছেন৷ নিজের বক্তব্যে বৈঠক ফলপ্রসূ হবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার বলেন, ‘‘আমরা সবাই যদি সমঝোতার চেষ্টা করার মানসিকতা নিয়ে এসে থাকি, যদি সবাই সিরিয়া সংকট নিরসনে কিছু ভূমিকা রাখার চেষ্টা করি, তাহলে এ বৈঠক সফল হবে৷''
বৈঠক নিয়ে এমন আশাবাদ শোনা গেলেও শুক্রবারও অন্তত ৪০ জন মারা গেছেন সিরিয়ায়৷ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী রাজধানী দামেস্কের কাছের এক বাজারে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে৷
সিরিয়া যুদ্ধে এ পর্যন্ত অন্তত আড়াই লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে৷ গৃহহারা হয়ে দেশ ছেড়েছেন অন্তত ৪২ লক্ষ সিরীয়৷ তুরস্ক ও প্রতিবেশী অন্যান্য দেশ এবং ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছেন তাঁরা৷
এসিবি/জেডএইচ (রয়টার্স, এএফপি, ডিপিএ)