1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার শহরে বোমা

১৪ জুলাই ২০১২

মুহরাদা শহরটি মধ্য সিরিয়ার হামা থেকে ২০ কিলোমিটার দূরে, এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের অকুস্থল ত্রিমসা গ্রামের সবচেয়ে কাছের শহর৷ শনিবার এখানে গাড়িবোমায় চারজন নিহত হয়৷ অন্যদিকে সিরীয় সেনাবাহিনি অন্যত্র সক্রিয়৷

https://p.dw.com/p/15Xpo
In this citizen journalism image provided by Shaam News Network SNN, taken on Wednesday, July 11, 2012, smoke leaps the air from purported forces shelling in Homs, Syria. (Foto:Shaam News Network, SNN/AP/dapd)THE ASSOCIATED PRESS IS UNABLE TO INDEPENDENTLY VERIFY THE AUTHENTICITY, CONTENT, LOCATION OR DATE OF THIS CITIZEN JOURNALIST IMAGE
ছবি: AP

পেঁয়াজের তলায় বিস্ফোরক রেখে আত্মঘাতী বোমারু বোমাটি ফাটায় স্থানীয় সামরিক নিরাপত্তা কর্যালয়ের কাছে৷ ঘটনায় নিহতদের মধ্যে দু'জন মহিলা ও একটি শিশু আছে বলে প্রকাশ৷ লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ঘটনাস্থলের একটি ছবিও প্রকাশ করেছে৷

বিদ্রোহ শুরু হওয়া যাবৎ গোটা সিরিয়া জুড়েই নিরাপত্তা বাহিনীর ভবনগুলির উপর বোমাবাজির ঘটনা বেড়েছে৷ এর পিছনে ইসলামি চরমপন্থি, এমনকি আল-কায়েদাও থাকতে পারে বলে পর্যবেক্ষকদের আশঙ্কা৷ নয়তো দামেস্ক প্রশাসন এবং বিরোধীপক্ষ সাধারণত পরস্পরের উপরেই দোষারোপ করে থাকে৷

ত্রিমসা হত্যাকাণ্ডের কূটনৈতিক ফলশ্রুতিও এখনো শেষ হয়নি৷ জাতিসংঘ সরকারি সেনাবাহিনীকে ত্রিমসা'র উপর আক্রমণ চালানোর জন্য দায়ী করেছে৷ জাতিসংঘের পর্যবেক্ষকরা শনিবার ত্রিমসা'য় গিয়ে সরেজমিনে পরিদর্শন করে এসেছেন৷ মহাসচিব বান কি-মুন নিরাপত্তা পরিষদের প্রতি রক্তক্ষয় বন্ধের জন্য জরুরিভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন৷ তা না করার অর্থ হবে, উত্তরোত্তর হত্যাকাণ্ডের লাইসেন্স দেওয়া, বলে বান মন্তব্য করেন৷

ওদিকে সিরীয় সেনাবাহিনী এবং সরকারপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলি শনিবারেও দক্ষিণ সিরিয়ার একটি শহরকে আক্রমণ করেছে৷ হেলিকপ্টার গানশিপ থেকে গোলাবর্ষণের আড়ালে শত শত সৈন্য দারা প্রদেশের খিরবেৎ ঘাজালে শহরটি আক্রমণ করে, বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে৷ প্রশাসনের সমর্থক মিলিশিয়ারা বাড়িতে বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন এক বিদ্রোহী সদস্য৷ বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি ইতিপূর্বেই শহরটি ত্যাগ করার ফলে সরকারি সেনাবাহিনী বিনা বাধায় শহরটিতে প্রবেশ করতে সক্ষম হয়৷

ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও পর্তুগাল মিলে নিরাপত্তা পরিষদে যে প্রস্তাবটি দিয়েছে, তার ফলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রশাসনের উপর শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করা সম্ভব হবে৷ এই প্রস্তাবে আসাদকে ভারি অস্ত্রশস্ত্রের ব্যবহার বন্ধ করার জন্য দশ দিন সময় দেওয়া হবে - আনানের পরিকল্পনাতেও যেমন ছিল৷ অপরদিকে জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনের মেয়াদ ৯০ দিন না বাড়িয়ে ৪৫ দিনের জন্য বাড়ানো হবে৷ কিন্তু সিরিয়ার পরিস্থিতি ধীরে-ধীরে গৃহযুদ্ধের চেহারা নিচ্ছে বলে অনেকের আশঙ্কা, এবং ঠিক সেই কারণেই সর্বাগ্রে রক্তপাত বন্ধ করাটা এতোটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে৷

এসি / এএইচ (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য