সিরিয়ার শহরে বোমা
১৪ জুলাই ২০১২পেঁয়াজের তলায় বিস্ফোরক রেখে আত্মঘাতী বোমারু বোমাটি ফাটায় স্থানীয় সামরিক নিরাপত্তা কর্যালয়ের কাছে৷ ঘটনায় নিহতদের মধ্যে দু'জন মহিলা ও একটি শিশু আছে বলে প্রকাশ৷ লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ঘটনাস্থলের একটি ছবিও প্রকাশ করেছে৷
বিদ্রোহ শুরু হওয়া যাবৎ গোটা সিরিয়া জুড়েই নিরাপত্তা বাহিনীর ভবনগুলির উপর বোমাবাজির ঘটনা বেড়েছে৷ এর পিছনে ইসলামি চরমপন্থি, এমনকি আল-কায়েদাও থাকতে পারে বলে পর্যবেক্ষকদের আশঙ্কা৷ নয়তো দামেস্ক প্রশাসন এবং বিরোধীপক্ষ সাধারণত পরস্পরের উপরেই দোষারোপ করে থাকে৷
ত্রিমসা হত্যাকাণ্ডের কূটনৈতিক ফলশ্রুতিও এখনো শেষ হয়নি৷ জাতিসংঘ সরকারি সেনাবাহিনীকে ত্রিমসা'র উপর আক্রমণ চালানোর জন্য দায়ী করেছে৷ জাতিসংঘের পর্যবেক্ষকরা শনিবার ত্রিমসা'য় গিয়ে সরেজমিনে পরিদর্শন করে এসেছেন৷ মহাসচিব বান কি-মুন নিরাপত্তা পরিষদের প্রতি রক্তক্ষয় বন্ধের জন্য জরুরিভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন৷ তা না করার অর্থ হবে, উত্তরোত্তর হত্যাকাণ্ডের লাইসেন্স দেওয়া, বলে বান মন্তব্য করেন৷
ওদিকে সিরীয় সেনাবাহিনী এবং সরকারপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলি শনিবারেও দক্ষিণ সিরিয়ার একটি শহরকে আক্রমণ করেছে৷ হেলিকপ্টার গানশিপ থেকে গোলাবর্ষণের আড়ালে শত শত সৈন্য দারা প্রদেশের খিরবেৎ ঘাজালে শহরটি আক্রমণ করে, বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে৷ প্রশাসনের সমর্থক মিলিশিয়ারা বাড়িতে বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন এক বিদ্রোহী সদস্য৷ বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি ইতিপূর্বেই শহরটি ত্যাগ করার ফলে সরকারি সেনাবাহিনী বিনা বাধায় শহরটিতে প্রবেশ করতে সক্ষম হয়৷
ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও পর্তুগাল মিলে নিরাপত্তা পরিষদে যে প্রস্তাবটি দিয়েছে, তার ফলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রশাসনের উপর শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করা সম্ভব হবে৷ এই প্রস্তাবে আসাদকে ভারি অস্ত্রশস্ত্রের ব্যবহার বন্ধ করার জন্য দশ দিন সময় দেওয়া হবে - আনানের পরিকল্পনাতেও যেমন ছিল৷ অপরদিকে জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনের মেয়াদ ৯০ দিন না বাড়িয়ে ৪৫ দিনের জন্য বাড়ানো হবে৷ কিন্তু সিরিয়ার পরিস্থিতি ধীরে-ধীরে গৃহযুদ্ধের চেহারা নিচ্ছে বলে অনেকের আশঙ্কা, এবং ঠিক সেই কারণেই সর্বাগ্রে রক্তপাত বন্ধ করাটা এতোটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে৷
এসি / এএইচ (এএফপি, এপি, ডিপিএ)