1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুদানে ডয়চে ভেলের অনুষ্ঠান নিয়ে বিক্ষোভের আশঙ্কা

২৪ সেপ্টেম্বর ২০১৮

ডয়চে ভেলের একটি টেলিভিশন অনুষ্ঠানকে কেন্দ্র করে সুদানের রাজধানী খার্তুমে সহিংস প্রতিবাদ হতে পারে বলে সেখানে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

https://p.dw.com/p/35P1u
Sudan Alltag in Khartoum
ছবি: picture-alliance/Anadolu Agency/O. Elif Kizil

 এদিকে, অনুষ্ঠানটির সঞ্চালককে হত্যার হুমকি দিয়েছে উগ্রপন্থিরা৷ সুদানের মার্কিন দূতাবাস রবিবার খার্তুমে বসবাসরত মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে একটি নিরাপত্তা সতর্কবার্তা প্রকাশ করেছে৷ এতে খার্তুমে অবস্থিত টেলিভিশন চ্যানেল সুদানিয়া ২৪-এর সামনে সহিংস বিক্ষোভের আশঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকা থেকে দূরে থাকতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়৷ সুদানের এই স্থানীয় টেলিভিশনটির সহায়তায় জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে সেখানে নারী অধিকার বিষয়ক একটি অনুষ্ঠানের একটি পর্ব ধারণা করেছে৷ রবিবারের সেই প্রতিবাদ কর্মসূচি অবশ্য শেষ অবধি পালিত হয়নি৷

প্রসঙ্গত, গত সপ্তাহে আরবি ভাষায় ডয়চে ভেলের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘শাবাব টক'-এর একটি পর্ব সুদানে ধারণ করা হয়৷ সেখানে দেশটির এক নারী যৌন হয়রানির বিষয়ে তাঁর অভিজ্ঞতা তুলে ধরলে তা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়৷ অনুষ্ঠানে এক ইসলামি পণ্ডিতের উদ্দেশ্যে ২৮ বছর বয়সি উয়িম শাওকি  বলেন, ‘‘আমি যখন রাস্তায় হাঁটি এবং একজন পুরুষ আমাকে মানুষের বদলে বস্তু মনে করে সেরকম আচরণ করে, তখন যে মানুষটি সেই পুরুষকে এমনটা করার অধিকার দেয়, তাকে আমার অসুস্থ মনে হয়৷''

বলা বাহুল্য, প্রকাশ্যে সাওকি'র এই মন্তব্য সুদান এবং সংশ্লিষ্ট এলাকায় নারী অধিকারের বিষয়টি আবারো সামনে নিয়ে আসে৷ দেশটির ইসলামি পণ্ডিতরা শুক্রবার ডয়চে ভেলের অনুষ্ঠানটি এবং সুদানিয়া ২৪-এর সমালোচনায় মুখর হন৷ তারা করিমের বিরুদ্ধে সুদানে নাস্তিকতা ছড়িয়ে দেয়ার অভিযোগ আনেন৷

উগ্র ইসলামপন্থিরাও ডয়চে ভেলের অন্যতম পরিচিত এই টেলিভিশন সঞ্চালক, এবং স্থানীয় টেলিভিশন চ্যানেলটির মালিককে হত্যার হুমকিও দেয়৷ কিছু সমালোচক স্থানীয় টেলিভিশন চ্যানেলটি বন্ধ করে দিতে সুদানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান৷ কেউ কেউ আবার হেডস্কার্ফ না পরে এবং উচ্চস্বরে টেলিভিশনে কথা বলায় শাওকির  নিন্দা জানান৷

Screenshot Shababtalk Sudan was wollen Frauen Jaafar Abdul Karim
অনুষ্ঠানটির সঞ্চালক জাফর আবদুল করিমকে হত্যার হুমকি দিয়েছে উগ্রপন্থিরা

তবে, ‘শাবাব টক'-এর এই পর্বটির প্রশংসাও করা হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে৷ অনেকে শাওকিকে সুদানের নারীদের সাহসিকতার প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন৷

উল্লেখ্য, সুদান হচ্ছে বিশ্বের অল্প কয়েকটি দেশের একটি, যারা নারীর প্রতি সকল বৈষম্য বন্ধে তৈরি জাতিসংঘের সিইডিএডাব্লিউ কনভেনশনে স্বাক্ষর করেনি৷ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মাঝেমাঝেই দেশটিতে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের নিন্দা জানায়৷

ল্যুইস সান্ডার্স ফোর/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য