পুনর্গঠিত ট্রাইবুনাল ১
১৪ ডিসেম্বর ২০১২এদিকে, সোমবার থেকে পুনর্গঠিত ট্রাইবুনাল ১-এ যুদ্ধাপরাধের বিচার কাজ শুরু হবে৷ অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন মামলা যে পর্যন্ত শেষ হয়েছে তার পর থেকেই শুরু হবে৷
ট্রাইবুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি একে এম ফজলে কবির ট্রাইবুনাল ১-এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের স্থলাভিষিক্ত হয়েছেন৷ ট্রাইবুনাল ২-এর চেয়ারম্যান হয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান৷ আর ট্রাইবুনাল ২-এ নতুন বিচারপতি হিসেবে যোগ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি মজিবুর রহমান মিয়া৷
রাষ্ট্রপতি বৃহস্পতিবার তাঁদের এই নিয়োগ চূড়ান্ত করার পর তাঁদের শুভেচ্ছা জানাতে ট্রাইবুনালে যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷ তিনি তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ট্রাইবুনাল ১ এর মামলাগুলোর কাজ যে পর্যন্ত হয়েছে তারপর থেকেই বিচার কাজ শুরু হবে৷ কারণ পদত্যাগী বিচারপতি একাই মামলার কাজ করেননি৷ তাঁর সঙ্গে আরো দুইজন বিচারপতি ছিলেন৷ উল্লেখ্য, পদত্যাগের আগে বিচারপতি নিজামুল হক নাসিম জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার স্বাক্ষ্য গ্রহণ, শুনানি এবং যুক্তিতর্ক শেষে রায়ের জন্য রেখেছিলেন৷
অ্যাটর্নি জেনারেল জানান, সোমবার থেকে ট্রাইবুনাল ১-এর কার্যক্রম শুরু হবে৷ কারণ বিজয় দিবস উপলক্ষে রবিবার সরকারি ছুটি রয়েছে৷
এদিকে ট্রাইবুনাল ২ বৃহস্পতিবার এক আদেশে ট্রাইবুনাল ১-এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম এবং প্রবাসী আইনজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপ-এ কথোপকথন কোনো সংবাদ মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে৷ প্রসিকিউটর রানা দাশগুপ্ত জানান এ নিয়ে কোনো সংবাদভাষ্য বা পর্যালোচনাও প্রকাশ বা প্রচার করা যাবেনা৷
আর হাইকোর্টের একটি বেঞ্চও একই ধরণের নিষেধাজ্ঞা আরোপ করেছে৷ স্কাইপ-এ মামলার বিষয় নিয়ে প্রবাসী আইনজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে কথা বলার ঘটনা প্রকাশ হয়ে যাওয়ায় মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বিচারপতি নিজামুল হক নাসিম৷