1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পিডবোটের চালক, মালিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

৪ মে ২০২১

মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে বালুবাহী নৌযানের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহত হওয়ার ঘটনায় স্পিডবোটের চালক ও মালিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ৷

https://p.dw.com/p/3svUo
Bangladesch Bootsunglück
ছবি: Abdul Goni/AP Photo/picture alliance

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, সোমবার রাতে স্পিডবোটের চালক ও মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়৷ মামলা করেছেন কাঁঠালবাড়ি ঘাটের নৌপুলিশ ফাঁড়ির এসআই লোকমান হোসেন৷ আসামিরা হলেন স্পিডবোটের দুই মালিক কান্দু মোল্লা, জহিরুল ইসলাম, চালক শাহ আলম ও শিমুলিয়া ঘাটের ইজারাদার শাহ আলম আকন৷ তাছাড়া অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হযেছে৷

Bangladesch Bootsunglück
ছবি: AA/picture alliance

ওসি মিরাজ বলেন, আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে, সেজন্য পুলিশ কাজ করছে৷

সোমবার সকালে কাঁঠালবাড়ি ঘাটের একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী স্পিডবোট দুমড়ে-মুচড়ে যায়৷ এ সময় সেখান থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়৷ রাতেই স্বজনরা নিহতদের লাশ নিয়ে গেছেন৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য