হুতি বিদ্রোহীদের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা
১৫ এপ্রিল ২০১৫ইরান চায় প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির সরকার এবং হুতিদের মধ্যে সমঝোতা৷ তার একটি প্রস্তাবও দিয়েছে শিয়া প্রধান দেশ ইরান৷ অন্যদিকে প্রেসিডেন্ট হাদি বিশ্বশক্তি এবং দেশের অভ্যন্তরে নিজের সরকারের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য খালিদ বাহাকে ডেপুটি হিসেবে নিয়োগ দিয়েছেন৷ খালিদ বাহা ইয়েমেনে সর্বস্তরেই বেশ জনপ্রিয়৷ নিজের দেশে ‘আরব বসন্তে' নেতৃত্ব দিয়েছিলেন তিনি৷ আব্দ-রাব্বু মনসুর হাদি প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমে ক্যানাডা এবং পরে জাতিসংঘে ইয়েমেনের রাষ্ট্রদূতের দায়িত্ব পান তিনি৷
তবে ইয়েমেনে প্রেসিডেন্ট হাদি সরকারের গ্রহণযোগ্যতা এ মুহূর্তে কতটুকু তা নিয়ে প্রশ্ন উঠতে পারে৷ নিজের শহর এডেন ছাড়া অন্য কোথাও হাদির সমর্থকদের নিয়ন্ত্রণ নেই৷ প্রায় পুরো দেশই এখন হুতি বিদ্রোহীদের দখলে৷ সৌদি আরবের নেতৃত্বে হুতিদের ওপর বিমান হামলা শুরুর পর পরিস্থিতি বদলাবে বলে ধারণা করা হলেও তেমন কিছুই হয়নি৷
দেশে জনসমর্থন ধরে রাখা বা বাড়ানোর জন্য দেশ ছেড়ে সৌদি আরবে আশ্রয় নেয়া প্রেসিডেন্ট হাদি এখনো পর্যন্ত বড় কোনো উদ্যোগ নেননি৷ গত ২৮ মার্চ আরব লিগ সম্মেলনে ভাষণ দিয়েছিলেন তিনি৷ তারপর থেকে আর জনসমক্ষে আসেননি৷ গণবিক্ষোভের মুখে সালেহ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রেসিডেন্ট হওয়া হাদি নিজের ডেপুটি হিসেবে খালিদ বাহাকে শপথ পাঠ করিয়েছেন সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের দূতাবাসে৷
এসিবি/জেডএইচ (এএফপি, রয়টার্স)