২১ দিনের লকডাউনে ভারত
২৪ মার্চ ২০২০আগামী ২১ দিন এই লকডাউন বলবৎ থাকবে৷ বুধবার রাত ১২টা এক মিনিট থেকে এটি কার্যকর হবে৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারির মতো ছড়িয়ে পড়েছে৷ দেশেও প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ এই অবস্থায় লকডাউন না করে সরকারের হাতে আর কোনো উপায় নেই৷
এই লকডাউন ১৪৪ ধারার মতোই, অর্থাৎ বাড়ির বাইরে কোনোভাবেই বের হওয়া যাবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
তবে জরুরি সেবাকর্মীদের জন্য এই লকডাউন থেকে ছাড় রয়েছে৷ চিকিৎসক, মুদির দোকান, দুগ্ধ প্রস্তুতকারক সংস্থা, দমকল, পুলিশবাহিনীসহ ছাড় পাবেন গণমাধ্যমকর্মীরাও৷
মোদী জানিয়েছেন, মঙ্গলবার দুপুরেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আর্থিক বিষয়ে কিছু ছাড় ঘোষণা করেছেন৷ অর্থমন্ত্রী জানিয়েছেন, ৩০ জুন পর্যন্ত আয়কর দেওয়ার সময় নির্ধারিত করা হয়েছে৷ অন্য বছর এপ্রিলের মধ্যেই এ আয়কর দেয়ার বাধ্যবাধকতা থাকে৷
প্রাক্তন অর্থমন্ত্রী কংগ্রেস নেতা পি চিদাম্বরম ভারত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ তবে তার উদ্বেগ, এপ্রিল মাস থেকে ধান তোলার মৌসুম শুরু হবে৷ এমন সময়ে গরীব মানুষদের জন্য ভারত সরকার কী পদক্ষেপ নিচ্ছে, প্রধানমন্ত্রী তা জানিয়ে দিলে সাধারণ মানুষ আশ্বস্ত হতেন বলেও মনে করেন তিনি৷
এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে প্রায় পাঁচশ মানুষ আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে অন্তত আট জনের৷
এসজি/এআই