দুই দলের ‘শোডাউন'
১১ অক্টোবর ২০১৩বিএনপি নয়াপল্টনে এই সমাবেশ করতে এরই মধ্যে পুলিশের কাছে আবেদন জানিয়েছে৷ এই সমাবেশ থেকেই চূড়ান্ত আন্দোলন শুরু হবে বলে ডয়চে ভেলেকে জানান বিএনপি-র চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু৷ তবে তিনি দাবি করেন এই সমাবেশ যাতে না হতে পারে, সে জন্য সরকার নানা অপতত্পরতা শুরু করেছে৷ তিনি বলেন, সরকারি দল আগে থেকে না বললেও হঠাত্ করেই একই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ডেকেছে৷ তারা চায় একটি সংঘাত-সংঘর্ষ সৃষ্টি করতে৷
তিনি আরও বলেন, ‘‘একই দিনে আওয়ামী লীগ সমাবেশ ডেকে ১৪৪ ধারা জারি বা অন্য কোন উপায়ে বিএনপি-র সমাবেশ বন্ধ করতে চায়৷ তারা আসলে ভয় পেয়েছে৷ তবে তাদের কোনো চেষ্টা সফল হবেনা৷'' দুদু দাবি করেন, ২৪শে অক্টোবরের পর কার্যত দেশে কোনো সরকার থাকবেনা৷ জনগণই ১৪৪ ধারা অথবা কারফিউ জারি করবে সরকারের বিরুদ্ধে৷ তাই তাদের উচিত সময় থাকতেই সরে দাঁড়ানো অথবা বিরোধী দলের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা৷ নয়তো ২৫শে অক্টোবর সমাবেশের মাধ্যমে বিএনপি যে চূড়ান্ত আন্দোলন শুরু করবে, তাতে দেশ অচল হয়ে পড়বে৷ অবরুদ্ধ হয়ে পড়বে রাজধানী ঢাকা৷
তিনি অভিযোগ করেন, গণরোষ থেকে বাঁচতে সরকার এখন পুলিশকে যথেচ্ছভাবে ব্যবহার করছে৷ কয়েকদিন ধরে সারা দেশে নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে৷ তাই আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেয়ার অনুরোধ জানান দুদু৷
এর জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ডয়চে ভেলেকে বলেন, ২৫শে অক্টোবর মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ডেকেছে৷ আর এই সমাবেশ ডাকার পিছনে বিএনপি-র সমাবেশ বানচালের কোন উদ্দেশ্য নেই৷ গণতান্ত্রিক রীতি অনুযায়ী যে যার সমাবেশ করবে৷ আওয়ামী লীগ কারুর গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়না৷
তিনি বলেন, ‘‘সরকার তার মেয়াদ পূর্ণ করবে এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে৷ যারা বলেন ২৪শে অক্টেবরের পর দেশে কার্যত কোন সরকার থাকবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন৷ সংসদের অধিবেশন শেষ হলেই সরকার শেষ হয়ে যাবে এমন ভাবার কোন কারণ নেই৷'' তাঁর কথা, আওয়ামী লীগ জনগণের দল৷ জনগণকে সঙ্গে নিয়েই তারা কাজ করবে৷ কারুর হুমকিতে কোন কাজ হবেনা৷
মাহবুবুল আলম হানিফ বলেন, ২৪শে অক্টোবরের পর কেউ যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, দেশের আইন-শৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে৷ আওয়ামী লীগ তাদের প্রতিহত করবেনা৷ এটা আওয়ামী লীগের কাজও নয়৷ তবে আওয়ামী লীগ একটি বৃহত্ রাজনৈতিক দল৷ ক্ষমতায় থাকলেও কখনোই তার রাজনৈতিক কার্যক্রম থেমে থাকেনা৷ ২৪শে অক্টোবরের পরও তাই থেমে থাকবেনা আওয়ামী লীগ৷