1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতি

৩১ মে ২০১২

বাংলাদেশে হরতালের সময় সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দলের ২৯ জন নেতার বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ – ডিবি৷

https://p.dw.com/p/155Oc
ছবি: DW

গত ২৯শে এপ্রিল দুপুরে বিরোধী দলের হরতাল চলাকালে বাংলাদেশের প্রধান প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের ভেতরে ও বাইরে দুটি শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে৷ এরপর শাহবাগ থানায় বিএনপিসহ ১৮ দলের নেতাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়৷ মহানগর গোয়েন্দা বিভাগ আজ এই মামলায় আদালতে চার্জশিট দিয়েছে৷ চার্জশিটে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, হান্নান শাহ, সাদেক হোসেন খোকা, এলডিপি'র অলি আহমেদ এবং বিজেপির আন্দালিব রহমান পার্থসহ ২৯ জনকে আসামি করা হয়েছে৷ সাক্ষী করা হয়েছে ১৮ জনকে৷ আদালতে চার্জশিট দাখিলের পর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জানান, আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হয়েছে৷ শিগগিরই বিশেষ ট্রাইবুন্যালে মামলার বিচার শুরু হবে৷

ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে উপ কমিশনার মনিরুল ইসলাম জানান, এই মামলায় যারা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন, তাদের জামিনের মেয়াদ পুলিশ রিপোর্ট দেয়ার আগ পর্যন্ত৷ তাই আদালত এখন তাদের জামিন বাতিলের সিদ্ধান্ত নিতে পারেন৷

অন্যদিকে আসামিদের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেছেন, বিরোধী নেতাদের হয়রানির জন্যই এই মামলা৷ এর কোন ভিত্তি নেই৷

গত ২৯ ও ৩০শে এপ্রিলের হরতালে বিএনিপসহ ১৮ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অফিসের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় মোট ২টি মামলা হয়৷ শেষ পর্যন্ত দু'টি মামলায়ই চার্জশিট দেয়া হল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য