একটু হাসলে ক্ষতি কি!
১১ আগস্ট ২০১৭লনি, নিজেকে ডা. লনি নামে পরিচয় দিতে ভালোবাসেন৷ তবে সত্যিকার অর্থেই তিনি একজন চিকিৎসক৷ ভিডিও দেখে হাসতে হাসতে দাঁত ব্যাথা হয়ে গেলে, ডা. লনি আছেন সাথে সাথে সেই চিকিৎসা দেয়ার জন্য৷ পেশায় তিনি একজন ডেন্টাল সার্জন৷
প্রথমে একাই কিছু কাজ করা শুরু করলেও, পরে পরিবারের সদস্য এবং পরিবারের বাইরেও অনেকে যুক্ত হতে থাকেন তার সাথে৷ বড় হয় টিম লনির আকার, ধীরে ধীরে বাড়তে থাকে জনপ্রিয়তাও৷
মজার ভিডিও ছাড়াও নানা ধরনের প্র্যাংক, ভিডিও এডিটিংয়ের কাজও লনি করে থাকেন৷
লনি নিজেই ভিডিওর আইডিয়া ঠিক করেন, নিজেই স্ক্রিপ্ট দাঁড় করিয়ে নিজেই এডিটিং প্যানেলে এডিট করেন৷ সিনেমার স্পেশাল ইফেক্টের মাধ্যমে করা কিছু ঝুঁকিপূর্ণ স্টান্টের দৃশ্য সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করে দর্শকদের সামনে উপস্থাপন করায় লনির জুড়ি নেই৷
দর্শকরাও বেশ আগ্রহের সাথেই উপভোগ করেন এ সব কারসাজি৷
তবে নিছক মজা করা নয়, সামাজিক নানা অসঙ্গতিও প্রায়শই ভিডিওর মাধ্যমে তুলে ধরেন ডক্টর লনি৷
ইউটিউব চ্যানেল লনি'জ ওয়ার্কসের বিভিন্ন ভিডিও এখন পর্যন্ত দেখা হয়েছে এক কোটিরও বেশি বার৷
এডিকে/ডিজি
বন্ধু, ভিডিওগুলো দেখলেন? কেমন লাগলো? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷