জার্মান পুলিশে বর্ণবাদ তদন্তে গবেষণা হবে
১৪ জুন ২০২০গবেষণার বিষয়টি এখনও ‘ধারণার’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সরকারের এক মুখপাত্র৷
যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভ নিয়ে ফুংকে মিডিয়েনগ্রুপের সঙ্গে কথা বলেন এসপিডি নেত্রী এসকেন৷ সেই সময় তিনি জার্মানির ‘নিরাপত্তা বাহিনীতে সুপ্ত বর্ণবাদ’ আছে বলে মন্তব্য করেন৷
বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করা হয় বলে অভিযোগ করেন এসকেন৷ পুলিশের এমন আচরণ খতিয়ে দেখতে আলাদা একটি কার্যালয় তৈরির পরামর্শও দেন তিনি৷
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার অবশ্য এসকেনের বক্তব্যের সঙ্গে একমত নন৷
বিচারমন্ত্রী ক্রিস্টিন লামব্রেশট, যিনি এসকেনের এসপিডি দলেরও একজন সদস্য, তিনি বলেন, এই বিষয়ে পুলিশে থাকা আলাদা বিভাগ ইতিমধ্যে কাজ করছে৷ ফলে নতুন করে আরেকটি অফিস খুললে সেটা বাহুল্য হবে৷ পুলিশ বাহিনীতে ‘নির্দিষ্ট ও কাঠামোগত বর্ণবাদ সমস্যা’ আছে বলেও মনে করেন না তিনি৷
এদিকে, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ দলে ম্যার্কেলের স্থলাভিষিক্ত হতে আগ্রহী ফ্রিডরিশ ম্যার্ৎস জার্মান পুলিশে ‘সুপ্ত বর্ণবাদ’ নেই বলে মন্তব্য করেছেন৷ ‘‘যুক্তরাষ্ট্রে দাসত্বের ইতিহাস রয়েছে৷ তারা ‘এখনও বর্ণবাদের সমস্যার সমাধান করতে পারেনি’, কিন্তু জার্মানিতে বিষয়টা অন্যরকম,’’ বলেন তিনি৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ, ইপিডি)