1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরুষদের মধ্যে ‘নারী রাজা’ বিবি হাকমীনা

১৫ অক্টোবর ২০১১

বিবি হাকমীনা একজন আফগান নারী৷ কিন্তু আফগানিস্তানের পূর্বাঞ্চলের খোস্ত প্রদেশে হাকমীনা বাস করেন ঠিক একজন পুরুষের মতোই৷ স্থানীয়রা তাই তাঁকে ডাকেন ‘নারী রাজা’ হিসেবে৷

https://p.dw.com/p/12ryq
বিবি হাকমীনাছবি: DW

নারী-পুরুষের বৈষম্য নতুন কিছু নয়৷ বিশেষ করে আফগানিস্তানে৷ সহিংসতা, দুর্বল স্বাস্থ্যসেবা, দারিদ্র্য – এই সব উপাদান একযোগ হয়ে দেশটি আজ নারীদের জন্য সবচাইতে বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে৷ অথচ তারই মধ্যে নিজেকে পুরুষের সমকক্ষ করে তুলেছেন বিবি হাকমীনা৷ আফগানিস্তানের খোস্ত প্রদেশে যাঁকে এড়িয়ে যাওয়া যায় না কোনো মতেই৷ সেখানকার সব মানুষের কাছে হাকমীনা একনামে পরিচিত – তাঁদের ‘নারী রাজা' হিসেবে৷

হাকমীনা জানান, ‘‘মনে মনে নিজেকে আমি একজন পুরুষ হিসেবেই দেখি৷ মানসিকভাবেও আমার নিজেকে একজন পুরুষ বলেই মনে হয়৷ চলাফেরাতেও আমি একজন পুরুষ৷ আসলে কোনোদিনই আমি নিজেকে একজন নারী হিসেবে দেখি নি৷''

সত্যিই তাই৷ সেই ছোট্টবেলা থেকেই হাকমীনা পুরুষদের পোশাক পরতেই অভ্যস্ত৷ আর আজ, এই ৪০ বছর বয়সেও সেই অভ্যাসের কোনো পরিবর্তন হয় নি৷ আজও বিবি হাকমীনার পরনে ঢিলে-ঢালা পাজামা, হাঁটু পর্যন্ত লম্বা একটা কুর্তা আর মাথায় পাগড়ি৷ ঠিক একজন আফগান পুরুষের মতো৷

তবে এখানেই শেষ নয়৷ ‘নারী রাজা' বিবি হাকমীনা বাড়ির বাইরে বের হলেই সঙ্গে নেন তাঁর প্রিয় ‘কালাশনিকভ'-টি৷ তাঁর নিজের কথায়, ‘‘এ অস্ত্র আমার সর্বক্ষণের সঙ্গী৷ আমি নিজের সম্মান রক্ষার খাতিরেই সব সময় এটা সঙ্গে রাখি৷ পাস্তুনদের মধ্যে একটা কথা আছে৷ লোকে বলে, ‘অস্ত্র নিয়ে চলাফেরার ঝক্কি থাকতে পারে, কিন্তু কখনো-না-কখনো এ অস্ত্রই হয়তো তোমার জীবন বাঁচাবে৷' আমিও এ কথা বিশ্বাস করি৷''

Bibi Hakmeena FLASH-GALERIE
ছবি: DW

ছেলেবেলাতে হাকমীনার বড় ভাই কাবুলে উচ্চশিক্ষার জন্য চলে যাওয়ার পর থেকেই, পরিবারের নিরাপত্তা রক্ষার দায়িত্ব এসে পড়ে বিবি হাকমীনার ওপর৷ তখন তিনিই যেন বাড়ির বড় ছেলে হয়ে ওঠেন৷ মা, ছোট বোনের সম্মান রক্ষা, বাবার জমি-জমার দেখাশোনা করা – সবই করতে হয় তাঁকে৷  

বিবি হাকমীনা বিয়ে করেন নি কোনো দিন৷ তাই মাতৃত্বের স্বাদ থেকেও তিনি বঞ্চিত৷ কিন্তু, স্বামী-সংসারের বদলে মুজাহিদদের সঙ্গে একজোট হয়ে সোভিয়েত সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি৷ ওষুধ-পত্র, খাদ্য-সামগ্রী, গোলা-গুলি পাচার করাও ছিল তাঁর কাজ৷ খোস্ত প্রদেশের বাসিন্দা আব্দুল কাদির জানালেন, ‘‘নারী হয়েও বিবি হাকমীনা তাঁর মাতৃভূমির জন্য লড়েছেন৷ তিনি একজন পুরুষের মতোই শক্তিশালী৷ কিন্তু তাঁর সবচেয়ে বড় গুণ হলো, তিনি স্থানীয় মেয়েদের জন্য, তাদের অধিকারের জন্য লড়াই করেছেন আজীবন৷''

খোস্ত প্রদেশের এই ‘নারী রাজা'-কে রান্না-বান্নার কাজের বদলে লাঙল দিয়ে জমি চাষ করতে হয়েছে৷ নিজে কোনোদিন স্কুলেও যান নি তিনি৷ কিন্তু এরপরও তালেবান জঙ্গিদের সঙ্গে সরাসরি কথা বলতেও ভয় পান না হাকমীনা৷ দেশের, দশের উন্নতির জন্য রাজনীতিকে বেছে নিয়েছেন তিনি৷ ধর্ম মানলেও, গণতন্ত্র এবং শান্তিই তাঁর কাছে কাম্য৷

বিবি হাকমীনা জানেন যে, দশ বছরের পশ্চিমা হস্তক্ষেপ সত্ত্বেও আফগানিস্তানে পরিস্থিতির উন্নতি হয়নি৷ দেশটিতে আজও ৮৭ শতাংশ নারী নিরক্ষর৷ তাই খোস্ত-এর এই ‘নারী রাজা' বললেন, ‘‘এ অঞ্চলে নারীদের অবস্থা এখনও খুব করুণ৷ এখনও তাঁদের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়৷ দুর্বল চিকিৎসা-সেবার কারণে সন্তানের জন্ম দিতে গিয়ে ১১ জন মায়ের মধ্যে ১ জন মারা যান৷ এমনকি উচ্চশিক্ষার অধিকারও তাঁদের নেই৷''

স্বাভাবিকভাবেই দ্রুত এ অবস্থার পরিবর্তন চান বিবি হাকমীনা৷ তা নাহলে পুরুষের সঙ্গে তাল মিলিয়ে কিভাবে এগিয়ে যাবেন আফগান নারীরা?

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান