আবারো জনশক্তি নেবে আরব আমিরাত
১৯ এপ্রিল ২০১৮২০১২ সালের আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের কাজ করার জন্য ভিসা দেয়া বন্ধ ছিল৷ কিন্তু এবার সমঝোতা স্মারকে স্বাক্ষরের ফলে সেখানে বাংলাদেশিদের ভিসা সংকট নিরসনের ক্ষেত্রে একটি ইতিবাচক অধ্যায়ের সূচনা হলো৷
বাংলাদেশ থেকে জনশক্তি নিতে একটি সমঝোতা স্মারকে সই করেছে সংযুক্ত আরব আমিরাত৷ স্থানীয় সময় বুধবার দুপুরে দুবাইয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের সরকারি কর্মকর্তারা অংশ নেন৷
সংযুক্ত আরব আমিরাতের পক্ষে দেশটির মানবসম্পদ মন্ত্রী নাসের বিন থানি জুমা আল-হামলি ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বাংলাদেশের পক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নমিতা হালদার ও রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন৷
আরব আমিরাতের ফেডারেল সরকারের মন্ত্রী নাসের বিন থানি জুমা আল-হামলি জানান, দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র বিশেষ করে আরব আমিরাতে দক্ষ জনশক্তি আমদানির ক্ষেত্রে দু'দেশের মধ্যে সন্তোষজনক বোঝাপাড়া রয়েছে৷
এ জনশক্তি আমদানি দুই দেশের আইন ও নীতিমালার ভিত্তিতেই বাস্তবায়িত হবে বলে উল্লেখ করেন তিনি৷ এতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের নিয়ম-নীতি নির্ধারণ করা হয়েছে৷ দেশটিতে গৃহকর্মী নিয়োগের কাজ করবে সরকার অনুমোদিত তদবীর সার্ভিস সেন্টার৷ বাংলাদেশেরও শুধু নিবন্ধিত ও সনদধারী বেসরকারি রিক্রুটমেন্ট এজেন্সিগুলো সেখানে কাজ করতে ইচ্ছুকদের তালিকা পাঠাতে পারবে৷
নিয়োগপত্রে কাজের বিবরণ, বেতন, অন্যান্য সুবিধা, খাবার, আবাসন ও প্রয়োজনে পরিবহণের ব্যবস্থার কথা উল্লেখ থাকবে৷ ওয়েজেস প্রটেকশন সিস্টেমের আওতায় বেতন দেওয়া হবে৷
ডোমেস্টিক ওয়ার্কার্স শ্রেণিতে শ্রমিক, নাবিক, ওয়াচম্যান, মেষপালক, সহিস, পাখিপালক, হাউজকিপার, বাবুর্চি, আয়া, কৃষক, বাগানকর্মী, প্রাইভেট টিউটর, প্রাইভেট ট্রেইনার, ফার্ম সুপারভাইজার ও গাড়িচালক নেওয়া হবে৷
বৈঠক শেষে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বাংলাদেশের অন্যতম অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘এ চুক্তি স্বাক্ষর ভিসা সংকট নিরসনের ক্ষেত্রে একটি ইতিবাচক অধ্যায়ের সূচনা করল৷ এটা শুরু মাত্র৷ আমরা আশা করি আস্তে আস্তে সব সংকটের একটা সুরাহা হবে৷''
এর আগে গত ৫ ও ৬ ফেব্রুয়ারি ৮ বছর পর সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যকার যৌথ কমিশনের চতুর্থ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়৷
২০১২ সালের আগস্ট মাসের মাঝামাঝি থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের কাজ করার জন্য সব ধরনের ভিসা দেয়া বন্ধ রয়েছে৷ তাই এবার, জনশক্তি আমদানিতে এ সমঝোতা চুক্তি আমিরাত সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচায়ক বলে মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা৷
এইচআই/ডিজি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)