অস্ট্রেলিয়ার আর্চবিশপের বিরুদ্ধে অভিযোগ খারিজ
৬ ডিসেম্বর ২০১৮এমন অভিযোগে দণ্ডিত সবচেয়ে বয়্স্ক ক্যাথলিক ধর্মগুরু হওয়ায় আদালত তাকে নিজ বাড়িতে কারাবাসের সুযোগ দেয়৷ তারই আপিলের ভিত্তিতে গত বৃহস্পতিবার এই রায় দেন নিউ সাউথ ওয়েলসের আদালত৷
নিউ সাউথ ওয়েলস আদালতের বিচারক রয় এলিস বলেন, আইনজীবীরা সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন৷তাই ফিলিপ উইলসনের করা আপিলের ভিত্তিতে এই মামলা বাতিল করা হলো৷
উল্লেখ্য, ১৯৭০ সালে শিশুকে যৌন নিপীড়নের ঘটনার জন্য তাকে সাজা দেওয়া হয়৷ বিষয়টি লুকিয়ে রাখার অভিযোগ ছিল তার বিরুদ্ধে৷ গত মে মাসে আদালতে প্রমাণিত হয়, সহকর্মী জেমস প্যাট্রিক ফ্লেচারের এক অলটার বয়কে যৌন নিপীড়নের ঘটনা জানলেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি আর্চবিশপ ফিলিপ উইলসন৷ সেই সময় তিন একজন জুনিয়র প্রিস্ট ছিলেন৷ গির্জার সম্মান নষ্ট হবে এই ভেবে তখন তিনি শিশুটির পাশে দাঁড়াননি৷
তবে ২০০৪ সালে জেমস ফ্লেচারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয় এবং তার কারাদণ্ড হয়৷ এর দুই বছর পর কারাগারেই মারা যান তিনি৷ অবশ্য নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন ফিলিপ৷
এদিকে ওই ঘটনার শিকার অলটারবয় পিটার ক্রেগ আদালতকে জানিয়েছেন, নিপীড়িত হওয়ার পাঁচ বছর পর ১৯৭৬ সালে তিনি নিজেই ওই ঘটনা ফিলিপকে জানিয়েছিলেন৷ তবে ওই কথোপকথনের কিছুই মনে নেই বলে আদালতকে জানিয়েছেন ফিলিপ উইলসন৷
এফএ/এসিবি (ডিপিএ, এপি, এএফপি, রয়টার্স)