1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন শতাধিক ছেলের সাথে যৌন সম্পর্ক!

২১ নভেম্বর ২০১৮

তিন শতাধিক ছেলেকে বলপূর্বক যৌন সম্পর্কে জড়াতে বাধ্য করার দায়ে ২৬ বছরের এক যুবককে অভিযুক্ত করেছে নরওয়ের পুলিশ৷ কর্তৃপক্ষ বলছে, স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটির ইতিহাসে যৌন নির্যাতনের সবচেয়ে বড় ঘটনা এটি৷

https://p.dw.com/p/38eCc
Symbolbild Revenge Porn
ছবি: picture-alliance/empics

স্থানীয় গণমাধ্যমে অভিযুক্ত যুবককে ফুটবল রেফারি হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ বলা হচ্ছে, বিভিন্ন ইন্টারনেট ফোরামও স্ন্যাপচ্যাট নামের ম্যাসেজিং অ্যাপ ব্যবহারকরে এই টিনএজারদের টার্গেট করা হতো৷ নিজেকে মেয়ে হিসেবে পরিচয় দিতেন অভিযুক্ত যুবক৷ নিজের নগ্ন ছবি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ছেলেদের কাছ থেকে নিতেন হস্তমৈথুনের ভিডিও৷

একবার ভিডিও পেয়ে গেলে তা দিয়ে ব্ল্যাকমেইল করা হতো ভিকটিমদের, বাধ্য করা হতো নতুন নতুন ভিডিও পাঠাতে৷ পুলিশ অভিযুক্তের কম্পিউটারে ১৬ হাজারের বেশি ভিডিও পেয়েছে৷

২০১৯ সালে শুরু বিচার

২০১১ সাল থেকে ১৩ থেকে ১৬ বছর বয়সি তিন শতাধিক ছেলেকেএভাবে নির্যাতন করেএসেছেন তিনি৷ নির্যাতনের শিকারদে কারো কারো কাছ থেকে ধর্ষণের অভিযোগও পেয়েছে পুলিশ৷ নরওয়ে ছাড়াও ডেনমার্ক ও সুইডেনের টিনএজাররাও রয়েছেন নির্যাতিতের তালিকায়৷

রাষ্ট্রীয় আইনজীবী গুরো হ্যানসন বুল এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘নরওয়ের ইতিহাসে যৌন নির্যাতনের সবচেয়ে বড় ঘটনা এটি৷ আমরা এই ঘটনাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখছি৷''

অভিযুক্ত ঘটানা ‘স্বীকার করে নিয়েছেন' বলে নরওয়ের এনআরকে টিভি চ্যানেলকে জানিয়েছেন তার আইনজীবী গানহিল্ড লায়রাম৷ ২০১৬ সাল থেকে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে, ২০১৯ সাল থেকে শুরু হতে পারে আদালতে মামলার কার্যক্রম৷

এডিকে/ (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য