1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউর বাইরের দেশ থেকে দক্ষ শ্রমিক নেবে জার্মানি

১৭ ডিসেম্বর ২০১৯

জার্মানিতে নার্স এবং আইটি বিশেষজ্ঞসহ নানা ক্ষেত্রে দক্ষ শ্রমিকদের যে সংকট তৈরি হয়েছে তা পূরণে সরকার বিদেশ থেকে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশ থেকে দক্ষ শ্রমিক নিয়োগের পরিকল্পনা করেছে৷ 

https://p.dw.com/p/3Uwhl
Deutschland Symbolbild Ausländische Mitarbeiter
ছবি: Imago Images/photothek/T. Trutschel

জার্মান সরকার এবং ব্যবসায়ী নেতারা মিলে বিদেশ থেকে দক্ষ শ্রমিক নিয়োগের প্রক্রিয়া সহজ করার পরিকল্পনার বিষয়ে একমত হয়েছেন৷

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সোমবার এক সম্মেলনে দেশটির সরকার ইইউর বাইরের দেশ থেকে দক্ষ শ্রমিক নিয়োগ সংক্রান্ত একটি পরিকল্পনায় স্বাক্ষরও করে৷

নতুন পরিকল্পনায় যা আছে:

#নিয়োগকর্তা প্রতিষ্ঠান থেকে অভিবাসী শ্রমিকদের জার্মান ভাষা শেখার জন্য প্রশিক্ষণ, বাড়ি খুঁজে দেওয়া এবং সরকারি নানা কাগজপত্র তৈরির বিষয়ে সাহায্য করবে৷

#বিভিন্ন কোম্পানি থেকে নির্দিষ্ট কিছু কাজে দক্ষ বিদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরো বড়াবে৷

#সরকার থেকে ভিসা প্রদানের প্রক্রিয়া সহজ ও দ্রুতগতির করা হবে৷

#বিদেশি শ্রমিকদের যোগ্যতা ও দক্ষতার প্রমাণপত্র যাচাই কাজ সহজ হবে৷

#জার্মান সরকারের অনলাইন তথ্যভাণ্ডার ‘মেক ইট ইন জার্মানি' এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷ যেমন চাকরি বা নিয়োগের বিষয়ে সরাসরি তথ্য পেতে হটলাইন চালু হবে৷

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল এ উদ্যোগের প্রশংসা করে  একে ‘সত্যিকারের সাফল্য' বলে বর্ণনা করেছেন৷

তিনি বলেন, ‘‘বিশ্ব জুড়ে শুধু আমরাই দক্ষ শ্রমিক খুঁজছি না৷ দক্ষ শ্রমিকদের নিয়োগ নিয়ে এখন রীতিমত প্রতিযোগিতা হচ্ছে৷''

যেসব কাজ গুরুত্ব পাচ্ছে:

নতুন পরিকল্পনায় তড়িৎ প্রকৌশলী, যন্ত্র প্রকৌশলী, বাবুর্চি, নার্স,  বয়ষ্ক সেবাকর্মী,  কম্পিউটার বিজ্ঞানী, এবং সফটওয়্যার ডেভেলপারসহ কয়েকটি ক্ষেত্র গুরুত্ব পাচ্ছে৷

নতুন যে পরিকল্পনা হয়েছে তা জার্মানির অভিবাসন আইন ও দক্ষ অভিবাসী শ্রমিক আইনের অংশ হবে৷

এসএনএল/কেএম (এএফপি, ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য