ইইউর বাইরের দেশ থেকে দক্ষ শ্রমিক নেবে জার্মানি
১৭ ডিসেম্বর ২০১৯জার্মান সরকার এবং ব্যবসায়ী নেতারা মিলে বিদেশ থেকে দক্ষ শ্রমিক নিয়োগের প্রক্রিয়া সহজ করার পরিকল্পনার বিষয়ে একমত হয়েছেন৷
ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সোমবার এক সম্মেলনে দেশটির সরকার ইইউর বাইরের দেশ থেকে দক্ষ শ্রমিক নিয়োগ সংক্রান্ত একটি পরিকল্পনায় স্বাক্ষরও করে৷
নতুন পরিকল্পনায় যা আছে:
#নিয়োগকর্তা প্রতিষ্ঠান থেকে অভিবাসী শ্রমিকদের জার্মান ভাষা শেখার জন্য প্রশিক্ষণ, বাড়ি খুঁজে দেওয়া এবং সরকারি নানা কাগজপত্র তৈরির বিষয়ে সাহায্য করবে৷
#বিভিন্ন কোম্পানি থেকে নির্দিষ্ট কিছু কাজে দক্ষ বিদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরো বড়াবে৷
#সরকার থেকে ভিসা প্রদানের প্রক্রিয়া সহজ ও দ্রুতগতির করা হবে৷
#বিদেশি শ্রমিকদের যোগ্যতা ও দক্ষতার প্রমাণপত্র যাচাই কাজ সহজ হবে৷
#জার্মান সরকারের অনলাইন তথ্যভাণ্ডার ‘মেক ইট ইন জার্মানি' এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷ যেমন চাকরি বা নিয়োগের বিষয়ে সরাসরি তথ্য পেতে হটলাইন চালু হবে৷
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল এ উদ্যোগের প্রশংসা করে একে ‘সত্যিকারের সাফল্য' বলে বর্ণনা করেছেন৷
তিনি বলেন, ‘‘বিশ্ব জুড়ে শুধু আমরাই দক্ষ শ্রমিক খুঁজছি না৷ দক্ষ শ্রমিকদের নিয়োগ নিয়ে এখন রীতিমত প্রতিযোগিতা হচ্ছে৷''
যেসব কাজ গুরুত্ব পাচ্ছে:
নতুন পরিকল্পনায় তড়িৎ প্রকৌশলী, যন্ত্র প্রকৌশলী, বাবুর্চি, নার্স, বয়ষ্ক সেবাকর্মী, কম্পিউটার বিজ্ঞানী, এবং সফটওয়্যার ডেভেলপারসহ কয়েকটি ক্ষেত্র গুরুত্ব পাচ্ছে৷
নতুন যে পরিকল্পনা হয়েছে তা জার্মানির অভিবাসন আইন ও দক্ষ অভিবাসী শ্রমিক আইনের অংশ হবে৷
এসএনএল/কেএম (এএফপি, ডিপিএ, এপি)