1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইতিহাসের বিরুদ্ধে অপরাধ' করছে আইএস

৬ মার্চ ২০১৫

ইরাকের মোসুল শহরের একটি জাদুঘরে ঢুকে হাতুড়ি দিয়ে সমস্ত শিল্পকর্ম গুঁড়িয়ে দেয়ার পর এবার বুলডোজার দিয়ে নিমরুদ নামের প্রাচীন এক শহর মাটিতে মিশিয়ে দিয়েছে আইএস৷

https://p.dw.com/p/1EmYt
Irak Archäologie Nimrud Wachposten
ছবি: picture-alliance/dpa/S. Baldwin

দেশটির পর্যটন এবং প্রাচীন নিদর্শন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে৷

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ এড ফ্রেজার একে ‘ইতিহাসের বিরুদ্ধে অপরাধ' বলে আখ্যায়িত করেছেন৷

গ্যারি সি বিজ্জ জঙ্গিদের এই কাজে বাধা দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷

জর্জো এ সকালুস মনে করেন, প্রাচীন শহরগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সশস্ত্র আন্তর্জাতিক বাহিনী নিয়োগের এখনই সময়৷

আইএস জঙ্গিদের পরবর্তী হামলার শিকার হতে পারে হাত্রা নামে ইরাকের আরেকটি প্রাচীন শহর – এমন আশঙ্কা এক প্রত্নতত্ত্ববিদের৷

লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে নিমরুদের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে৷ ম্যাথিউ ওয়ার্ড সেগুলো দেখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷

এছাড়া ইরাক যুদ্ধের পর ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল নিমরুদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে একটি তথ্যচিত্র প্রচার করেছিল৷ জয়সি কারাম ইউটিউবে থাকা সেই অনুষ্ঠানের লিংকটি শেয়ার করেছেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য