1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘরের কাজ করতে আসছে রোবটের দল

২৮ অক্টোবর ২০১১

জাপানের বৃদ্ধ-বৃদ্ধাদের সাহায্য করতে এখন ব্যবহৃত হচ্ছে রোবট৷ বেশ কিছু কেম্পানি তৈরি করেছে বিশেষ ধরণের রোবট যারা ঘর পরিষ্কার করা থেকে শুরু করে চুলে শ্যাম্পু পর্যন্ত করে দিতে সক্ষম৷

https://p.dw.com/p/130eJ
Haushaltsassistent Care-O-bot Die Entwicklung eines mobilen Roboterassistenten Care-O-bot® zur Unterstützung des Menschen im Haushalt ist ein langjähriges Entwicklungsziel des Fraunhofer IPA. Haushaltsassistenten ermöglichen nicht nur unterstützungsund pflegebedürftigen Menschen länger eigenständig in ihrem gewohnten Umfeld zu bleiben, vielmehr bieten sie durch die Übernahme zeitaufwändiger und unter Umständen anstrengender Haushaltsarbeiten eine Erleichterung des täglichen Lebens für jeden Einzelnen. Fraunhofer-Institut für Produktionstechnik und Automatisierung IPA
কাজ করবে রোবট, এবার শুধু আরামছবি: Bernd Müller

পৃথিবীর জনসংখ্যা এগিয়ে যাচ্ছে সাতশো কোটির দিকে৷ এ নিয়ে অনেকেই চিন্তিত৷ বিকাশমুখী অনেক দেশেই জনসংখ্যা বাড়ছে৷ কিন্তু জাপানে ঘটছে পুরোপুরি এর উল্টোটা৷ সেখানে বাচ্চা নিতে অনাগ্রহ প্রকাশ করছে আজকের প্রজন্ম৷ ১৯৫০ সালে জাপানের পরিবারে দুই থেকে তিনটি করে দেখা গেছে৷ এখন একটি বাচ্চাই যথেষ্ট মনে করা হচ্ছে৷ এবং কোন কোন ক্ষেত্রে বাচ্চার ঝামেলাতেই স্বামী-স্ত্রী যেতে চান না৷

NAGOYA, Japan - RIKEN shows off a robot capable of holding up humans at a press preview in Nagoya on March 13. The robot, measuring 158 centimeters high and weighing about 100 kilograms, has five touch sensors as well as optic and auditory sensors. RIKEN said it will enhance the robot for use in nursing in the future. Foto: Kyodo Maxppp +++(c) dpa - Report+++
মানুষের দেখাশোনা করতে পারদর্শী হয়ে উঠছে রোবটছবি: picture-alliance/dpa

প্রশ্ন উঠেছে যদি নতুন প্রজন্মের সংখ্যা এত কম হয় তাহলে যারা বৃদ্ধ, তাদের যত্ন কে নেবে? এইসব বৃদ্ধ-বৃদ্ধাদের দেখাশোনাই বা কে করবে? কীভাবে রক্ষা করা হবে তাদের প্রয়োজনগুলো? এসব প্রশ্নের মুখে এগিয়ে এসেছে বেশ কিছু কোম্পানি৷ গাড়ি তৈরির কারখানা থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং ইলেকট্রনিক্সের কোম্পানি তৎপর হয়েছে৷ তারা তৈরি করছে রোবট৷ যেমন প্যানাসনিক কোম্পানি এমন একটি বিছানা তৈরি করেছে যা হুইল চেয়ার হিসেবেও ব্যবহার করা সম্ভব৷ এমন একটি রোবটও তারা তৈরি করেছে যে রোবটটি বৃদ্ধ বা বৃদ্ধার চুলে শ্যাম্পু করতে এবং চুল ধুয়ে দিতে সাহায্য করবে৷ কোম্পানির পরিচালক, ইয়ুকিও হোন্ডা বলেন,‘‘আমাদের লক্ষ্য হল সমাজের বৃদ্ধ-বৃদ্ধাদের সাহায্য করা৷ শারীরিকভাবে যারা আর আগের মত পরিশ্রম করতে পারেন না, তাদের প্রতিদিনের জীবনকে আরো সহজ করে তোলা৷''

টয়োটা মোটর কোম্পানি তৈরি করছে এমন একটি রোবট যা সঙ্গী হবে নিঃসঙ্গ মানুষের৷ তারা ঘর পরিষ্কার করবে, প্রয়োজনীয় ওষুধটি কাছে এনে দেবে, হাঁটা-চলার সময় একটি হাত ধরে রাখবে৷ এ ধরণের সেবা দেবে রোবট৷

Roboter Cosero im Institut für Informatik an der Universität Bonn zu sehen. Er hat in diesem Jahr bei der Robocup-Weltmeisterschaft in Istanbul den ersten Platz in der @Home-Liga für die Bewältigung von Aufgaben im Haushalt gewonnen. Foto: DW/Gönna Ketels/DW-AKADEMIE 19.7.2011
রান্নাঘরেও রোবটছবি: DW

জাপানের মানুষরা দীর্ঘায়ু লাভ করে থাকে৷ পুরুষরা সাধারণত ৮০ বছর পর্যন্ত বাঁচে এবং মহিলারা ৮৬৷ একশো বছর বয়সের মানুষ জাপানে কম নয়৷ জাপানের বর্তমান জনসংখ্যা বারো কোটির কিছু বেশি৷ এর মধ্যে ২৩ শতাংশের বয়স ৬৫ বছরেরও বেশি৷ আশঙ্কা করা হচ্ছে ২০৫৫ সালের মধ্যে জাপানের জনসংখ্যা নেমে আসবে নয় কোটির নীচে৷

দাইওয়া ইন্সটিটিউট অফ রিসার্চের প্রধান গবেষক হিতোশি সুজুকি জানান, ‘‘পৃথিবীর অনেক দেশেই জনসংখ্যা কমে আসছে – এই কথা আমরা শুনছি৷ এদিক থেকে জাপান রয়েছে শীর্ষে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য