1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় বিএনপির ৫৪ নেতাকর্মী রিমান্ডে

২১ মার্চ ২০২৩

মুন্সীগঞ্জ জেলা বিএনপির ৫৪ নেতাকর্মীকে রোববার রাতে বনানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ৷ তাঁদের দু'দিনের রিমান্ডে নেওয়া হয়েছে৷ তাদের বিরুদ্ধে বনানী ক্লাবে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের দাবিতে মামলা করা হয় ৷

https://p.dw.com/p/4Oy9J
ছবি: Mortuza Rashed/DW

পুলিশের দাবি, রোববার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান মমিন আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরেন, শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সেলিম, বিএনপি নেতা জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, আনসার আলী, আওলাদ হোসেনসহ ৫৪ জন বনানী ক্লাবে রাষ্ট্রবিরোধী আলোচনা করছিলেন৷ জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে শ্রীনগর থেকে নেতাকর্মীকে সেখানে ডেকেছিলেন মমিন আলী৷ খবর পেয়ে রাতে ডিবির গুলশান বিভাগ তাদের গ্রেপ্তার করে৷ বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তার ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে  সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ৷

ডিবির অতিরিক্ত উপকমিশনার রেজাউল হক জানান, গতকাল গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়৷ আদালত দু'দিনের রিমান্ড মঞ্জুর করেছেন৷

এদিকে ৫৪ নেতাকর্মীকে গ্রেপ্তারের  ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানান৷

এদিকে গতকাল ধানমন্ডির জিনজিয়ান রেস্টুরেন্ট থেকে জামায়াতপন্থি ১৭ চিকিৎসককে আটক করে ডিবি পুলিশ৷ মিন্টোরোডের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়৷

এনএস/কেএম (সমকাল)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য