ফেসবুকে ধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড,
১৭ জুন ২০১৭সামাজিক যোগাযোগের মাধ্যমে লেখার জন্য এই প্রথম পাকিস্তানে কাউকে মৃত্যুদণ্ড দেয়া হলো৷ ১০ জুন ভাওয়ালপুরে একটি সন্ত্রাস-দমন আদালত তৈমুর রাজার বিরুদ্ধে এই রায় দেয়৷ তৈমুরের আইনজীবী সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে সরকারি এক কর্মকর্তার সঙ্গে তৈমুরের বাক-বিতণ্ডা হয়৷ সেই সূত্র ধরে ঐ কর্মকর্তা এই মামলাটি করেন৷'' আইনজীবী তৈমুরকে নির্দোষ দাবি করে বলেছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন৷ পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট গত বছর ভাওয়ালপুর থেকে তৈমুরকে গ্রেফতার করে৷ শিয়া সম্প্রদায়ের তৈমুরের বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এবং তাঁর স্ত্রীদের নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তি করার অভিযোগ আনা হয়েছে৷
মাত্র কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একজন কলেজ শিক্ষককে আটক করা হয়৷ আদালত তাঁর জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছে৷
মানবাধিকার কর্মীদের নিন্দা:
কয়েকটি মানবাধিকার সংগঠন তৈমুরের এই শাস্তির নিন্দা জানিয়েছে৷ তবে ফেসবুক কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি৷ ইসলাম নিয়ে বিদ্বেষমূলক বিভিন্ন পোস্টিং নিয়ে পাকিস্তানের সরকার সম্প্রতি ফেসবুকের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে৷
চলতি বছরের ১৩ এপ্রিল পাকিস্তানের মারদান শহরের আবদুল ওয়ালি খান ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী মাশাল খানকে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগে তার বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থীরাবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করে৷ ওই ঘটনার পরে পাকিস্তানে ধর্ম অবমননা বিষয়ক আইন সংশোধনের আহ্বান জানান অধিকারকর্মীরা৷
প্রগতিশীলদের বক্তব্য:
পাকিস্তানের প্রগতিশীল লেখকদের অভিযোগ, ইসলামি জঙ্গি গোষ্ঠী এবং সরকার একই ধরণের আচরণ করছে৷ তাঁরা বলছেন, বাংলাদেশে ব্লগারদের হত্যার পর পাকিস্তানে প্রগতিশীল ব্লগার, সাংবাদিক, শিক্ষক এবং কর্মীদের মত প্রকাশের উপর চাপ সৃষ্টি করছে সরকার৷ আর এই সুযোগে উগ্রপন্থিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রগতিশীল লেখকদের হুমকি দেয়ার সাহস পাচ্ছে৷ পাকিস্তানের লেখক এবং সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট আরশাদ মাহমুদ ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘ধর্ম অবমাননার অজুহাতকে হাতিয়ার বানিয়ে সরকার রাজনৈতিক ফায়দা লুটছে৷ প্রগতিশীল লেখকদের প্রতি নজর না রেখে এই শক্তি যদি ইসলামি জঙ্গি ও সন্ত্রাসবাদীদের ধরতে ব্যবহার করা হয়, তবে তা দেশের অনেক উপকারে আসবে৷''
শামিল শামস/এপিবি
আপনার কোন মতামত থাকলে লেখুন নীচে মন্তব্যের ঘরে৷