বাহাত্তরের সংবিধানে পুরোপুরি না ফেরায় হতাশ এনায়েত
১৩ জুলাই ২০১১একাত্তরে বরিশালে পুলিশের অস্ত্র ভাণ্ডার লুট করেছিল কয়েকজন তরুণ৷ মাত্র কয়েক ঘণ্টার সিদ্ধান্তে ২৫ মার্চ রাতে সেসব অস্ত্র তুলে দেওয়া হয় মুক্তিকামী মানুষের কাছে৷ দেশ স্বাধীন করতে হবে, রক্ষা করতে হবে বরিশালকে৷ তাই অল্পস্বল্প সেনা প্রশিক্ষণ সম্বল করেই রাইফেল হাতে তুলে নেয় তরুণরা৷
এনায়েত চৌধুরী সেই দলেরই একজন৷ তিনি বলেন, ২৫ মার্চ রাত চারটা-সাড়ে চারটার দিকে আমরা পঁচাত্তরটা রাইফেল এবং ২৫ বাক্স গুলি পুলিশ লাইনের আলমারির ভেতর থেকে বের করে এনেছিলাম৷ তখন আমরা বিএম কলেজ ইটিসি'র (বিএনসিসি) প্রশিক্ষণ পাওয়া ফোর্স ছিলাম৷ রাইফেল সম্পর্কে আমাদের ধারণা ছিল৷
শত্রুমুক্ত বরিশাল
এই তরুণরা বরিশালকে এক মাস শত্রুমুক্ত রাখতে সক্ষম হয়৷ তিনি বলেন, ২৬ মার্চ সকাল সাড়ে দশটায় বরিশালে স্বাধীন বাংলা সরকারের একটি সচিবালয় প্রতিষ্ঠা হয়েছিল৷ সেই সচিবালয়ের অধীনে বরিশাল একমাস শত্রুমুক্ত ছিল৷
বরিশালেই অবস্থান
২৫ এপ্রিল পাক বাহিনীর সর্বাত্মক হামলা আর রুখতে পারেনি মুক্তিবাহিনী৷ মূলত অস্ত্রের ঘাটতিই ছিল সেদিন পরাজয়ের কারণ৷ কিন্তু তবুও আশাহত হয়নি মুক্তিসেনারা৷ যুদ্ধ করেছে বরিশালে অবস্থান করেই৷ একসময় স্বাধীন হয়েছে দেশ৷ এনায়েত জানান, স্বাধীনতার পর বেশ কিছুদিন বিড়ম্বনা ভোগ করতে হয়েছে তাঁকে৷ তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরবর্তীতেও বিভিন্ন অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি৷ এসব কথা বলতে গিয়ে পুলিশ না, সরাসরি রক্ষীবাহিনীর নির্যাতন ভোগ করেছি৷ বাংলাদেশ সেনাবাহিনীর নির্যাতন ভোগ করেছি৷ মুক্তিযোদ্ধা হিসেবে বেআইনি অস্ত্র আছে, এই অভিযোগে কারাগারে অন্তরিন থেকেছি৷
স্বাধীনতার চল্লিশ বছর
এনায়েত বর্তমানে বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার৷ স্বাধীনতার চল্লিশ বছর সম্পর্কে জানতে চাইলে একটি ভিন্ন মতামত প্রদান করলেন এই সাহসী সেনা৷ তিনি বলেন, একজন ছাত্রলীগের কর্মী হিসেবে সাংগঠনিক চিন্তাচেতনা থেকে মুক্তিযুদ্ধে যোগদান করে বাংলাদেশ অর্জন করলাম৷ কিন্তু সেদিন যে চিন্তাভাবনা, যে রকমের কল্পনা, যে রকমের স্বপ্ন নিয়ে এটা করেছিলাম, সেরকমটা হয় নাই৷
সংবিধান সংশোধন
বর্তমান সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এনায়েত৷ এই সংশোধনীর কিছু দিক অবশ্য তাঁর মনঃপূত হয়নি৷ বিশেষ করে তিনি আশা করেছিলেন, বাহাত্তরের সংবিধানেই পুরোপুরি ফিরে যাবে বর্তমান সরকার৷ কিন্তু সেটা না হওয়ায় সন্তুষ্ট হননি তিনি৷ বরং বর্তমান সংবিধানের কিছু বিষয় সাংঘর্ষিক বলেও মত প্রকাশ করেন এই বীর সেনা৷ তবে ৬২ বছর বয়সি এই মুক্তিযোদ্ধা আশা করেন, বর্তমান সরকার ভবিষ্যতে পুরোপুরি বাহাত্তরের সংবিধানে ফিরে যাবে৷ মুক্তিযোদ্ধা হিসেবে এটাই এখন প্রত্যাশা তাঁর৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই