বিলকিস বানো গণধর্ষণ মামলা: মধ্যরাতে আত্মসমর্পণ ১১ জনের
২৩ জানুয়ারি ২০২৪বিলকিস কাণ্ডে অভিযোগ প্রমাণিত হওয়া ১১ জনকে মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। পরে সুপ্রিম কোর্ট তাদের কারাগারে ফিরে যাবার নির্দেশ দেয়। গত ৮ জানুয়ারিএ নির্দেশ দেয় ভারতের সর্বোচ্চ আদালত।
ভারতের সংবাদমাধ্যম জানায়, রোববার রাত সাড়ে ১১টা নাগাদ দুটো ব্যক্তিগত গাড়িতে গোধরা জেলের সামনে হাজির হয় বিলকিস বানো মামলার ১১ অপরাধী। রোববারই তাদের আত্মসমর্পণের জন্য সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার শেষ হওয়ার কথা ছিল।
গত ৮ জানুয়ারি ১১ জনকে আত্মসমর্পণের নির্দেশ দেয়ার সময় সুপ্রিম কোর্ট বলেছিল, গুজরাট সরকারের ওই সিদ্ধান্ত এক্তিয়ারের বাইরে।
অপরাধীদের কয়েক জন সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানান, আত্মসমর্পণ করার জন্য তাদের আরো কিছুটা সময় দেওয়া হোক। কেউ দাবি করেন, তিনি অসুস্থ। কেউ আবার ছেলের বিয়ের কারণ দেখান। আরেকজন আবার কৃষিকাজ সংক্রান্ত কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন আদালতে। কিন্তু তাদের আর্জি ধোপে টেকেনি। আপাতত তাদের ঠিকানা গুজরাটের পঞ্চমহল জেলার গোধরা জেল।
আরকেসি/এসিবি (আনন্দবাজার পত্রিকা, এই সময়)