বেকারত্ব বেড়েছে জার্মানিতে
৩০ জানুয়ারি ২০২১বিজ্ঞাপন
বেকারত্বের হার, শূণ্য দশমিক চার শতাংশ বেড়ে ছয় দশমিক তিন শতাংশ হয়েছে এমাসে৷ তবে গত বছরের জানুয়ারির তুলনায় এ বছরের জানুয়ারিতে বেকারত্বের হার কিছুটা কম বলেও জানানো হয়৷
২০১৯ সালের ডিসেম্বর এবং ২০২০ সালের জানুয়ারি মধ্যে বেকারের সংখ্যা বেড়েছে এক লাখ ৯৮ হাজার৷ তখন জার্মানিতে প্রথমবারের মতো করোনা মহামারি রোধে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার প্রভাব লক্ষ্য করা যায়৷
তবে তুলনামূলকভাবে ২০২০ সালের প্রথম মাসের চেয়ে ২০২১ সালের প্রথম মাসে বেকারের সংখ্যা বেশি৷ ২০২০ সালের জানুয়ারির চেয়ে ২০২১ সালের জানুয়ারি মাসে বেকারে সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার বেশি, জানিয়েছে সংস্থাটি৷
মহামারি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণই এ মাসে শ্রমবাজার স্থিতিশীল থাকার কারণ বলে জানান, জার্মান এমপ্লয়মেন্ট এজেন্সির (বিএ) প্রধান ডেটলেফ শেলে৷
এনএস/এসিবি (ডিপিএ)